-273ºc,
Friday, 2nd June, 2023 9:44 pm
নিজস্ব প্রতিনিধি: দোলের ঠিক আগের দিন বসেছিল রাজ্য মন্ত্রিসভার(State Cabinet) বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সহ রাজ্যের অনান্য মন্ত্রীরাও। সেই বৈঠকেই ৩ হাজার চাকরির জন্য ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। আর এই পদগুলির মধ্যে একটা বড় অংশই হল সহ শিক্ষকদের পদ। মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই সব পদে অনুমোদন দেওয়ার জেরে ভোটে ভাল ডিভিডেন্ড(Dividend) পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস(TMC)। বিশেষ করে বিভিন্ন ইস্যুতে যখন রাজ্যের বিরোধী দলগুলি রাজ্য সরকারকে চেপে ধরার পথে হেঁটেছে তখন রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বিরোধীদের কার্যকলাপকে কিছুটা হলেও ধাক্কা দেবে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুন ‘রাজ্যে ১০৫ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে’, দাবি মমতার
সূত্রে জানা গিয়েছে, এদিন মন্ত্রিসভার বৈঠকে যে ৩ হাজার পদে অনুমোদন মিলেছে তার মধ্যে রয়েছে মাদ্রাজা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতে চলে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলিতে ১,৭৩৯জন সহ শিক্ষকের পদ। আছে গ্রামীণ গ্রন্থাগারে ৭২৯ জন গ্রন্থগারিক নিয়োগের বিষয়টি। সেই সঙ্গে রাজ্যের কৃষি দফতরে ১২২টি নতুন পদ সৃষ্টির ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এর পাশাপাশি জানা গিয়েছে কলিম্পিংয়ের আলগারায় দুটি একলব্য মডেল আবাসিক স্কুল তৈরি করা হবে। তার জন্য শিক্ষক-অশিক্ষক মিলিয়ে ৭৪টি নতুন পদ সৃষ্টি করা হবে। সেই ছাড়পত্রও মিলেছে এদিনের বৈঠকে। আবার সমবায় দফতর কালিম্পং এবং ঝাড়গ্রাম জেলায় ৪৪টি বিভিন্ন পদে নিয়োগের অনুমোদন চেয়েছিল। সেই অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ঝাড়গ্রাম মাওবাদীদের হাতে নিহত ব্যক্তিদের পরিবারের ২২ জনকে এবং কোচবিহারে ২জন কেএলও আত্মসমর্পণকারী জঙ্গিকে রাজ্য পুলিশের হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।