এই মুহূর্তে




কলকাতায় মেঘলা আকাশ , হালকা কুয়াশা আর কনকনে ঠান্ডা আপাতত ৪৮ ঘণ্টা ব্যাটিং করবে

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় সকালের দিকে কুয়াশা জারি থাকবে। বেলা বাড়লে কিছুটা কুয়াশা কাটবে। কিন্তু মেঘলা আকাশ থাকবে। কনকনে ঠান্ডা হাওয়া বইবে।সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী আশেপাশেই থাকবে। কলকাতায় আগামী তিন দিন এইরকম আবহাওয়া উপভোগ করতে হবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, বর্ষ শেষে ৩১ ডিসেম্বর থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিংপং – এর পার্বত্য এলাকায় বর্ষবরণের রাতে বরফ পড়তে পারে। উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এইসব জেলায় আগামী তিনদিন ঘন কুয়াশার (Fog)সতর্কবার্তা থাকছে।

কলকাতাতে(Kolkata) হালকা কুয়াশার সতর্কবার্তা না জারি থাকলেও দক্ষিণবঙ্গে আগামী দুদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এইসব জেলায় কুয়াশার ঘনঘটা বাড়তে পারে। তবে বর্ষ শেষ হওয়ার পর আগামী ১ জানুয়ারি থেকে বঙ্গে বিশেষত দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রির মতো উর্দ্ধমুখী হবে। এবছর সেভাবে ডিসেম্বর মাসে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসেনি। ফলে বৃষ্টিপাত হয়নি। তাই ঠান্ডা বেশ জমিয়ে অনুভব হচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানায় সোমবার সকালেই যে ঠান্ডা অনুভব হয়েছে তার মূল কারণ সকালের দিকে ঘন কুয়াশা এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ তাপমাত্রার সর্বোচ্চ যে থাকার কথা সেখান থেকে অনেকটা কম ছিল।

তার জন্যই ঠান্ডায় কাবু হয়েছে কলকাতা শহর সহ দক্ষিণের একাধিক জেলা। তাপমাত্রার বিশেষত হেরফের হয়নি। সূর্যের তাপ কম থাকায় আকাশ মেঘলা থাকায় ঠান্ডা অনুভব হয়েছে। সোমবার পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি ছিল। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার কিছুটা ছন্দপতন ঘটলেও দক্ষিণের অন্যান্য জেলা সহ কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। যা প্রায় স্বাভাবিকের কাছে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো ঠাণ্ডা, বছর শেষে আর কতটা নামবে তাপমাত্রা?

শহরে ৩ দিনের সফরে পা রেখেই সল্টলেকে কোর কমিটির সঙ্গে বৈঠকে অমিত শাহ

বর্ষবরণের রাতে ঘরে ফেরার চিন্তা দূর করতে অতিরিক্ত মেট্রো চলবে শহরে

অন্তঃস্বত্তা মহিলা ও ৮৫ ঊর্ধ্ব সহ অসুস্থদের ডাকা যাবে না শুনানিতে , নির্দেশ কমিশনের

ময়দান স্টেশনে আপ লাইনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

গায়ে জ্বর নিয়েই ‘দুর্গা অঙ্গন’ শিলান্যাস অনুষ্ঠানে গেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন ইমন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ