এই মুহূর্তে




কিছুক্ষণের মধ্যে প্রবল দুর্যোগ ধেয়ে আসছে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে

নিজস্ব প্রতিনিধি: কিছুক্ষণের মধ্যে প্রবল দুর্যোগ খেয়ে আসছে নদিয়া,উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রবল বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে সাধারণ মানুষ যেন নিরাপদ স্থানে আশ্রয় নেন। এদিকে,পূর্বাভাস অনুযায়ী উপগ্রহ চিত্র থেকে এই মুহুর্তে উত্তর(NorthBengal) ও দক্ষিণবঙ্গের(South Bengal) আকাশ পরিষ্কার আছে। তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও। স্থানবিশেষে ভারী বর্ষণ সম্ভব। রাতের আকাশ পরিষ্কার থাকবে। আগামী ১১ ই অক্টোবর পর্যন্ত এইরকমই চলবে। তারপর বর্ষা বিদায় নেবে।এদিকে,উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা। শুক্রবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত।উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে আগামী তিন চার দিন।

উত্তর-পূর্ব অসম এবং দক্ষিণ বাংলাদেশের রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির কোন সতর্কবার্তা নেই। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, আংশিক মেঘলা আকাশ; কমবে বৃষ্টির সম্ভাবনা। বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সতর্কবার্তা দার্জিলিং এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে। বৃহস্পতিবার থেকে রোদ ঝলমলে পরিবেশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টিও কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও।দক্ষিণবঙ্গে শুক্র /শনিবার পর্যন্ত পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে আগামী তিন চার দিন। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে।

উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও।কলকাতায়(Kolkata) বুধবার বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সম্ভাবনা কম থাকবে। ফের শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবারেও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। তবে মূলত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা বাতাস থাকতে পারে। এই মুহূর্তে বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে।আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ ,উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে।আগামী পাঁচ দিনে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা নেই বাংলায়। বর্ষা বিদায় নেওয়ার পর শীত আসার আগে সাইক্লোনের সিজন। অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সময়। এরপর পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে হাওয়া বদল হয়ে শীত আসবে ডিসেম্বরে বঙ্গে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ