এই মুহূর্তে




ডিসেম্বরের শুরুতে অফলাইন ক্লাস শুরু হচ্ছে বিশ্বভারতীর

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ভার্চুয়াল ক্লাসের দিন শেষ। এবার সশরীরে ক্লাস শুরু হচ্ছে বিশ্বভারতীতে। গত বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে অফলাইন ক্লাস। ৫০ শতাংশ অধ্যাপকদের সশরীরে উপস্থিত থাকতে হবে বলে জানা গিয়েছে। তবে এখনই হোস্টেল খোলা হচ্ছে না। জানুয়ারি মাসের শুরুতে হোস্টেল খোলার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই বুধবার থেকে বিশ্বভারতীর বিভিন্ন ভবন খুলে গিয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে স্নাতক এবং স্নাতকোত্তরের পাশাপাশি এম ফিলেরও ক্লাস শুরু হবে। পাঠভবন এবং শিক্ষাসত্র বিদ্যালয়ের ক্লাসে নবম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। তবে যাদের করোনার টিকার দুটি ডোজ নেওয়া হয়েছে তারাই অফলাইন ক্লাসে উপস্থিত থাকতে পারবেন বলে জানা গিয়েছে। বাকিদের অনলাইনে ক্লাস করতে হবে। করোনার জোড়া টিকা নেওয়া থাকলেও পর্যাপ্ত সার্টিফিকেট ও অভিভাবকদের দেওয়া চিঠির ভিত্তিতে ক্লাস করতে দেওয়া হবে পড়ুয়াদের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাস করতে আসা প্রত্যেক পড়ুয়াকে আগে বিশ্বভারতীর মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা করাতে হবে।

হাইব্রিড টেকনিক লার্নিং সিস্টেমের মাধ্যমে ক্লাস হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি অনলাইন ক্লাসও চলবে। ডে ক্লাসের পড়ুয়াদের সঙ্গেই যারা হোস্টেলে থেকে পড়াশুনা করেন তারাও ক্লাসে আসতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কিন্তু এখনই হোস্টেল ব্যবহার করতে পারবেন না পড়ুয়ারা, জানুয়ারি মাসের আগে হোস্টেল ব্যবহারের অনুমতি পাওয়া যাবে না। সেক্ষেত্রে পড়ুয়াদের নিজের খরচে ঘর ভাড়া করে থাকতে হবে। করোনা বিধি মেনেই প্রত্যেক ক্লাস করানো হবে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফেলে দেওয়া ওষুধ দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা, নজর কাড়ছে সকলের

নবমীর দুপুর থেকে কলকাতায় বৃষ্টি শুরু, রাতে ধেয়ে আসছে দুর্যোগ

দুর্গন্ধে ঢেকেছে গোটা এলাকা, অষ্টমীর রাতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার যুগলের পচাগলা দেহ

সত্যি না মিথ্যা, মহানবমীতেই অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?

GST দুর্নীতির পর্দা ফাঁস, কলকাতা ও হাওড়া থেকে ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

নিজের লেখা গানের মধ্যে দিয়ে মহানবমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ