এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভূত খুঁজতে বাংলার বুথে বুথে টিম পাঠাবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: তুমি কি মামদো ভূত(Ghost)? নাকি শাঁখচুন্নি? হতেই পারো তুমি ব্রহ্মদৈত্যি অথবা স্কন্ধকাটা। কিংবা মেছো ভূত বা পেত্নী! যাই হও না কেন, এবার তোমার আর রক্ষে নেই। কেননা তোমাদের খুঁজতে বাংলার(Bengal) বুথে বুথে যাবে ভূত খোঁজার টিম। তোমার দেখা মিললে ভাল, না মিললেই নামটা কচাৎ করে কেটে দেওয়া হবে বঙ্গ বিজেপির সদস্যের তালিকা থেকে। কী ভাবছেন ভূতের গল্প বলতে বসেছি নাকি মশাই! একদম না। মায়ের দিব্যি। একদম সত্যি বলছি। বিজেপি(BJP) নেতৃত্ব বাংলার(Bengal) বুথে বুথে(Booth) ওঝার টিম পাঠাবে তাঁদের ভূতুড়ে সদস্যদের খুঁজে বার করতে। আর তাতেই গলা শুকিয়ে কাঠ বঙ্গ বিজেপির মাথাদের। কেননা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুডবয় হয়ে থাকতে তাঁরাই দেদার ভেজাল(Fake) মিশিয়ে একের পর এক রিপোর্ট পাঠিয়েছিলেন শাহ আর নাড্ডার কাছে। কিন্তু বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টে ধরা পড়েছে সেই সব রিপোর্টের ভেজাল তত্ত্ব। আর তাই কোন বুথে কত ভেজাল আছে সেটা খুঁজে বার করতেই এবার দিল্লি থেকে টিম আসছে বাংলায়।

আরও পড়ুন আসানসোল কম্বল কাণ্ডে জিতেন্দ্র জায়াকে দ্বিতীয় জেরা

চলুন গোটা বিষয়টা তাহলে একটু খুলেই বলি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টা আসন পেয়ে কার্যত হাতে চাঁদ পেয়ে গিয়েছিল পদ্মশিবির। সবাই চিল চিৎকার জুড়ে দিয়েছিলেন, বাংলায় এবার হবে ডবল ইঞ্জিনের সরকার। কিন্তু সে সবের মাঝেই প্রশ্ন তুলেছিল সঙ্ঘ। যে রাজ্যে দলের সংগঠনটুকুও নেই সেখানে দল কীভাবে ক্ষমতায় আসবে? কাদের কাঁধে ভর দিয়ে তা আসবে? কারাই বা সেই পরিবর্তন ঘটাবেন? কারাই বা বুথে বুথে দলের মুখ হয়ে উঠবেন? সেই সব প্রশ্নের জবাব দিতে বঙ্গ বিজেপির তরফে দেদার ভেজাল রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। যে বুথে দলের অফিস খোলার কেউ নেই সেই বুথেই নাকি আছে দেড়শো জন দলীয় সদস্য। এই রকম সব ভুয়ো রিপোর্টে ঠুসে ঠুসে ভরে দেওয়া হয়েছিল সব ভুতুড়ে দলীয় সদস্যের নাম ও তাঁদের ফোন নম্বর। সেই রিপোর্টকে বেদ বাক্য করেই সঙ্ঘের কথায় কান না দিয়ে বঙ্গ বিজেপির নেতারা অশ্বমেধের ঘোড়া ছোটান বাংলার বুকে। একুশে শ্লোগান তোলেন, ‘আপকে বার ২০০ পার’। কিন্তু সেই ঘোড়াই মুখ থুবড়ে পড়ে দিদির বাংলায়।

আরও পড়ুন সর্বনাশ, বাংলার ভাঁড়ারে মাত্র ২৮০টা কোভিশিল্ড, কী হবে এবার…

তার জেরে মুখ পোড়ে দেশের প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। তার জেরে একদফা পরিবর্তন বঙ্গ বিজেপির সভাপতি পদে। দিলীপ ঘোষকে সরিয়ে আসেন সুকান্ত মজুমদার। কিন্তু রোগ সারেনি। যখনই বিজেপির কেন্দ্রীয় কমিটি বাংলায় দলের সংগঠন নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তখনই এখান থেকে গিয়েছে ভুয়ো ভেজাল রিপোর্ট। আরএসএস বা সঙ্ঘের অভ্যন্তরীণ রিপোর্ট বা বিজেপির নিজস্ব সমীক্ষা রিপোর্টে সেই ভুয়ো ভেজাল রিপোর্ট ধরা পড়েছে। বুথে বুথে যে ভুতুড়ে দলীয় সদস্য পরিপূর্ণ হয়ে আছে তা বুঝতে এখন আর তাঁদের অসুবিধা নেই। তাই বঙ্গ বিজেপিকে এড়িয়েই দিল্লিতে থেকে এবার বাংলায় বিশেষ টিম পাঠাচ্ছেন মোদি-শাহ-নাড্ডারা। সেই টিম বাংলার ৯০ হাজার বুথে বুথে গিয়ে খুঁজে দেখবেন বিজেপির সদস্য হিসাবে সেখানে তাঁরা ঠিক কতজনের দেখা পান। যাদের দেখা পাবেন বা যাদের অস্তিত্ব মিলবে না তাঁদের নাম দলের সদস্যের তালিকা থেকে কেটে ছেঁটে ফেলা হবে। তারপর যা পড়ে থাকবে সেটাই দলের প্রকৃত জনভিত্তি হিসাবে গণ্য করা হবে। আর তারপরেই বঙ্গ বিজেপি নেতৃত্বকে চেপে ধরা হবে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর