27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:34 pm
নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে (SCAM) যুক্ত বিজেপি নেতা। অভিযুক্ত জেলা বিজেপির যুব সভাপতি পূরব সাম। তাই বিক্ষোভ দেখালেন দলের কর্মীরাই। এমনকী ঘেরাও করা হল পার্টি অফিস। হল বিক্ষোভ অবস্থান। ঘটনা পূর্ব বর্ধমান জেলার।
পূর্ব বর্ধমান জেলার ঘোড়দৌড় চটির জেলা বিজেপির কার্যালয়ের সামনে শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে ছিলেন স্থানীয় নেতৃত্বদের একাংশও। অভিযোগ, জেলা বিজেপির যুব সভাপতি পূরব সামের (পিন্টু) দাদা এবং বৌদি মোটা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই চাকরিও খুইয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য, যেখানে বিজেপি নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব, সেখানে বিজেপি নেতার পরিবারই সুবিধা নিয়েছে দুর্নীতির। এই অবস্থায় গেরুয়া শিবিরের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, ওই বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করতে হবে। তা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, দল অভিযোগ শুনেছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্যি হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই খবর প্রকাশ্যে আসতেই সবুজ শিবিরের প্রতিক্রিয়া, ‘চোরের মায়ের বড় গলা। দুর্নীতি মানেই গেরুয়া’।