এই মুহূর্তে

বন্ধ ঘর থেকে যুবকের পচা-গলা ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার  ১৮ নং ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকার একটি বাড়িতে। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার জলপাইগুড়ি পুরসভার ১৮ নং ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকায় একটি বন্ধ বাড়ি থেকে যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই যুবকের নাম চিন্ময় রায়( ২৬)। তিনি বাড়িতে একাই থাকতেন বলে জানা গিয়েছে। তাঁর মা অনেক আগেই মারা গেছেন। যুবকের বাবা পুলিশ কর্মী ছিলেন। তিনিও কয়েকবছর আগে ওই একই ঘরে আত্মঘাতী হয়েছেন বলে স্থানীয়রা জানান। বাবার সেই পথ অনুসরণ করলেন ছেলে। এলাকাবাসিরা জানান, গত কয়েকদিন ধরে চিন্ময়ের বাড়ির দড়জা জানালা বন্ধ ছিল। তাকে এলাকায় দেখা যাচ্ছি না। এরপর রবিবার দেখা গেল তাঁকে ঝুলন্ত অবস্থায়। রবিবার সকালে ওই বাড়ি থেকে পচা গন্ধ বের হলে এলাকার মানুষ স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানান। এর পর কাউন্সিলর কোতোয়ালি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে যুবকের পচাগলা দেহ। দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে দেহটি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। চাকরি না পাওয়ায় হতাশা থকে আত্তমহত্যা নাজি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় কাউন্সিলর উত্তম বোস এই ঘটনা নিয়ে বলেন, ‘এই ছেলেটি একাই থাকতো। তাঁর মা অনেক আগেই মারা গিয়েছে। যুবকের বাবা পুলিশ কর্মী ছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন। কয়েকবছর আগে তিনি গলায় ফাঁস দিয়ে মারা যান। এরপর থেকে ছেলেটি বাড়িতে একাই থাকতো। ছেলেটি চাকরি না পেয়ে তেমন ভাবে কারোর সাথে মিশতো না। একাই থাকতো। মনে হয় হতাশা থেকে এই পথ বেছে নিয়েছে। পুলিশ এসেছে। নিশ্চয়ই তদন্ত করে দেখবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অভিষেকের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে বসিরহাটে

ডি জিপি পদে সঞ্জয় মুখার্জির নামে চূড়ান্ত শীল-মোহর কমিশনের

দাঁড়ভিটা কাণ্ডে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার

দোলের পরেই পারা চড়বে তরতরিয়ে, ৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলবে সর্বোচ্চ তাপমাত্রা

বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রকেই ‘আর্থিকভাবে স্পর্শকাতর’ ঘোষণা কমিশনের

দেবাংশু ভোটে জিতলেই বিনামূল্যে ‘ফিস ফ্রাই’ বিতরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর