এই মুহূর্তে




কালিয়াচকে বিএসএফের গুলিতে মৃত্যু এক বাংলাদেশির

নিজস্ব প্রতিনিধি: ফের বিএসএফের গুলিতে মৃত্যু হল এক যুবকের। মালদার কালিয়াচকে বাংলাদেশির এক নাগরিককে সীমান্ত টপকানোর সময়ে গুলি করে সীমান্তরক্ষা বাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয়েছে এক বাংলাদেশি নাগরিকের। মৃতের বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের সীমান্ত টপকে ১০ থেকে ১২ জন বাংলাদেশি এপার বাংলায় প্রবেশের চেষ্টা করছিল, তখনই তাদের বারণ করা হয়। কিন্তু বিএসএফের কথা না শুনে পাল্টা পাথর ছুঁড়তে থাকে বাংলাদেশিরা। তখনই আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ, যাতে মৃত্যু হয় এক যুবকের। বিএসএফের তরফে জানানো হয়েছে এপার বাংলায় মাদক পাচারের জন্য আসছিল প্রত্যেক বাংলাদেশি।

সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ইব্রাহিম। মঙ্গলবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটে এই ঘটনা। ওই যুবকের সঙ্গে ছিল আরও দশজন বাংলাদেশি। সীমান্তরক্ষা বাহিনী জানিয়েছে মাদক পাচার করতেই এপার বাংলায় আসছিল প্রত্যেক বাংলাদেশি। বারণ সত্বেও সীমান্ত টপকানোর সময় এক রাউন্ড গুলি চালানো হয়। আর তাতেই মৃত্যু হয় এক যুবকের। বিএসএফের গুলিতে মৃত ইব্রাহিমের ভাই শরিফুল ইসলাম জানিয়েছেন, কাউকে না জানিয়ে মঙ্গলবার রাতেই ইব্রাহিম সীমান্ত এলাকায় যান। সকালে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানতে পারি, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। মরদেহ সীমান্তের ভারতীয় অংশে রয়েছে।

এর আগে কোচবিহারে সীমান্ত টপকে গরু পাচারের অভিযোগে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক ভারতীয় ও দুই বাংলাদেশির। যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে সীমান্তরক্ষা বাহিনী নিয়ে তরজা শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ, মালদহের বাসিন্দার ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ

প্রকাশিত ২০২৩ সালের টেট পরীক্ষার ফল, পাশ করলেন কতজন জানেন?

শারদীয়ার আগে ডায়মন্ড হারবারবাসীদের হাতে পৌঁছে গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপহার

বারাসতে ব্রাত্য বসুর অনুষ্ঠান বানচালের চেষ্টা স্বঘোষিত টেট উত্তীর্ণদের, রুখে দিল পুলিশ

তিন দিন পরেই ষষ্ঠী, বাঁদরদের উপদ্রবে অতিষ্ট পুজো উদ্যোক্তারা বন দফতরের শরণাপন্ন

উদ্বোধন হতেই একডালিয়া এভারগ্রিনের মণ্ডপে উপচে পড়ল ভিড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ