27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:01 am
নিজস্ব প্রতিনিধি: নদিয়া (Nadia) জেলার নাকাশিপাড়া থানা এলাকায় বেথুয়াডহরি ১ নং গ্রাম পঞ্চায়েতের অম্তর্গত খিদিরপুর লঙ্কাপাড়া গ্রাম। এই গ্রামে এক শৌচালয়ের দুর্গন্ধে ঘুম ছুটেছে স্থানীয়দের। আর সেই শৌচালয় পরিষ্কার করার জন্য স্থানীয় পুলিশ ও পঞ্চায়েতকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, অবিলম্বে স্থানীয় থানার পুলিশ ও পঞ্চায়েত প্রধানকে শৌচালয় পরিষ্কার করার বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। তাঁদের মধ্যস্থতায় ওই শৌচাগার পরিষ্কার করে এলাকার মানুষের বসবাসের উপযোগী করে তুলতে হবে। পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনকে ভর্ৎসনা করে আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, সুস্থভাবে বাঁচা মানুষের নৈতিক অধিকার। সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না।
কিন্তু শৌচালয় নিয়ে কেন এই সমস্যা? জানা গিয়েছে, নাকাশিপাড়া থানা এলাকায় বেথুয়াডহরি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্তর্গত খিদিরপুর লঙ্কাপাড়া গ্রামের বাসিন্দা হরিহর সাহার দুই ছেলে- ননীগোপাল ও সুদেব। বাবার মৃত্যুর পরে বাড়ির মালিকানা নিয়ে ননীগোপাল ও সুদেবের বিবাদ গড়িয়েছে আদালতে, সেই সমস্যার এখনও সমাধান হয়নি। কিন্তু সেই জটের মাঝে পড়ে বাড়ির একমাত্র শৌচাগারটি অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে। সেটি সাফ করার দায়িত্ব কোনও ভাই নিতে চায়নি। আর সেই কারণে তার গন্ধে এলাকাবাসীর ঘুম ছুটেছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান ও প্রশাসনকে বলে কোনও লাভ না হওয়ায় অবশেষে আদালতের দ্বারস্থ হন এক গ্রামবাসী। আর সেই মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিল হাইকোর্ট।
মামলাকারীর আইনজীবী জানান, পথচলতি মানুষ থেকে শুরু করে আশপাশের বাড়ি- দুর্গন্ধে সবার প্রাণ ওষ্ঠাগত। এক বছর ধরে নাকাশিপাড়ার বিডিও, বিএমওএইচ, জনস্বাস্থ্য ও পরিবেশ সমিতির কর্মাধ্যক্ষ, সভাধিপতি, পঞ্চায়েত প্রধান– সকলকে বলা হয়েছে, কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে হাই কোর্টের শরণাপন্ন হতে হয়েছে। আদালতের নির্দেশের পর শৌচালয়টি পরিষ্কার করার জন্য উদ্যোগী হয়েছে পঞ্চায়েত প্রধান ও পুলিশ।