এই মুহূর্তে




মাটিয়া ধর্ষণকাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে




নিজস্ব প্রতিনিধি: মাসির ছিল পরকীয়ার সম্পর্ক। কিন্তু গ্রামের যে যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিল মাসি সেই যুবক কিছুতেই তাকে বিয়ে করতে চাইছিল না। অগত্যা মাসিকেই আঙুল বেঁকাতে হয়। আর সেই আঙুল বেঁকানোর বলি ১১ বছরের শিশুকন্যা। মাসির বাড়িতে বেড়াতে গিয়ে মাসি আলাপ করে দিয়েছিল পাড়ারই ছেলে শহর আলির সঙ্গে। সেই শহর আলিই মেয়েটিকে নিয়ে যায় গ্রাম থেকে কিছুটা দূরে নির্জন এক পার্কে। সেখানেই মেয়েটিকে ধর্ষণ করে সে। তারপর সেই পার্কের পাশে থাকা এক খালে মেয়েটিকে ফেলে চলে যায় সে। গত ২৪ মার্চ এই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট(Basirhat) মহকুমার মাটিয়া(Matiya) থানার কুলতলি পার্ক এলাকায়। সেই ঘটনার জেরেই এবার কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে মামলা দায়ের করেছেন প্রদেশ কংগ্রেসের আইনজীবী সুমিত্রা নিয়োগী। সেই সঙ্গে নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে।

কিন্তু ধর্ষণের মামলায় জনস্বার্থ মামলা কেন? মামলা দায়েরকারী সুমিত্রা নিয়োগী জানিয়েছেন, মাসি পরকিয়ায় জড়িয়েছিলেন গ্রামের যুবকের সঙ্গে। সেই যুবক হল শহর আলি, ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত। মেয়েটির মাসিকে সে বিয়ে করতে চাইছিল না। তার জেরে মাসি ছক কষেছিল শহরকে দিয়ে বোনঝিকে ধর্ষণ করিয়ে সে চাপে ফেলবে ওই যুবককে যাতে সে বিয়ে করতে বাধ্য হয়। সেই পরিকল্পনা করেই সে গোটা ঘটনা ঘটায়। মাসি ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেই পড়ে। নিজের বাড়ির লোকের হাতেই যদি ১১ বছরের কিশোরী এই ভয়ানক ষড়যন্ত্রের শিকার হয় তাহলে তো প্রশ্ন উঠবেন বাংলার মেয়েরা বাড়িতে কতখানি নিরাপদ? ঘটনা হচ্ছে ২৫ তারিখ সকালে কুলতলি পার্ক এলাকায় খালের ধারে ওই ১১ বছরের নির্যাতিতাকে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। উদ্ধারের সময় মেয়েটির কোনও চেতনা ছিল না। প্রথমে তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মেয়েটির গোপনাঙ্গ, ক্ষুদ্রান্ত্র ও অন্ত্র মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ায় তার জীবন নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল। তার জেরেই মেয়েটিকে রবিবার সকালে ভর্তি করা হয় কলকাতার আর জি কর হাসপাতালে। সেখানেই রবিবার রাতে তার অপারেশন হয়। মেয়েটি এখন স্থিতিশীল হলেও সম্পূর্ণ বিপদমুক্ত নয়।

বসিরহাট হাসপাতালেই মেয়েটির জ্ঞান ফিরেছিল। ২৫ তারিখ রাতে তার জবানবন্দি নেয় পুলিশ। সেখানেই শহর আলির পরিচয় জানতে পারে পুলিশ। সেই সঙ্গে সামনে আসে মাসির ভূমিকাও। সেই রাতেই গ্রেফতার হয় ওই দুই অভিযুক্ত। পুলিশি জেরায় মাসি স্বীকার করেছে গোটা ঘটনা সেই ঘটিয়েছে যাতে শহর আলি চাপে পড়ে তাকে বিয়ে করতে বাধ্য হয়। ঘটনা হল ওই যুবতী বিবাহিত, কিন্তু স্বামী বিচ্ছিন্না। একই সঙ্গে সামনে এসেছে আরও বিস্ফোরক তথ্য। আর জি করের চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং অপরাধীর সংখ্যা একাধিক। অর্থাৎ গণধর্ষণের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রশ্ন বাকি অপরাধী কারা? তাঁদের সঙ্গে শহর আলির কিসের সম্পর্ক? যদিও শহর আলি পুলিশকে জেরায় জানিয়েছে, ধর্ষণের সময় মেয়েটি চিৎকার করায় সে মেয়েটির গলা টিপে ধরে। তাতে সে চেতনা হারায়। মেয়েটি মারা গিয়েছে ভেবে সে মেয়েটিকে খালের পাড়ে ফেলে দিয়ে চলে আসে। ভেবেছিল জোয়ার এলে খালের জলে ডুবে মরে যাবে মেয়েটি। তারপর তার দেহ ভেসে যাবে অন্য কোথাও। অপরাধের কোনও প্রমাণ থাকবে না। যদিও বাস্তবে তার সেই হিসাব মেলেনি। যদিও শহর জানিয়েছিল তার কাছে কোনও অস্ত্র ছিল না এবং সে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেনি।

আর এইসব প্রশ্নের জেরেই এদিন গোটা ঘটনার সত্যতা জানার জন্য জনস্বার্থ মামলা দায়ের করেছেন প্রদেশ কংগ্রেসের আইনজীবী সুমিত্রা নিয়োগী। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত যেটুকু তথ্য সামনে এসেছ তা ভয়ঙ্কর বললেও কম বলা হয়। তাই পুরো ঘটনা সামনে এলে এই ঘটনার বীভৎসতা সামনে আসবে। একমাত্র দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গেই এই ঘটনার তুলনা টানা যায়। দুটি ঘটনার মধ্যে প্রচুর মিল রয়েছে। ঘটনায় প্রধান দুই অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। তাঁরা কারা? সেই জন্যই জনস্বার্থ মামলা। ঘটনাচক্রে, ধর্ষণ কাণ্ডের পাঁচ দিন পর মঙ্গলবার ঘটনাস্থলে যায় চার সদস্যের ফরেন্সিক দল। যাদের মধ্যে দু’জন মহিলা সদস্যও ছিলেন। সোমবার ঘটনাস্থলে তদন্তে গিয়েছিলেন পুলিসের পদস্থকর্তারাও। মঙ্গলবার ফরেনসিক দলের সঙ্গে মাটিয়া কুলতলি পার্কে উপস্থিত ছিলেন বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, ওসি তাপস ঘোষ-সহ পুলিস আধিকারিকরা। ফরেনসিক বিশেসজ্ঞরা ঘটনাস্থলের থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন ও ছবি তোলেন।   




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাতে স্কুলে বন্যপ্রাণীর উৎপাত, ক্লাস রুমে খাঁচা বসানো হল বনদফতরের উদ্যোগে

পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির কার্যকর্তারা

বন্দুক হাতে ‘পাকিস্তানি ভাইয়া’র সঙ্গে ছবি শেয়ার করে পুলিশি নজরে নদিয়ার যুবক

গরম থেকে মুক্তি পেতে স্নান করতে গিয়ে মৃত ২, প্রায় দু’দিন পর উদ্ধার দেহ

ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতে কাশ্মীরে এই হামলা বিজেপি’ র পরিকল্পিত : মর্জিনা খাতুন

৩০ এপ্রিল রাজ্যে ‘হিট-স্ট্রোক ট্রিগার ইভেন্ট’ তৈরি হবে, বিশেষ সর্তকতা জারি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর