27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:35 pm
নিজস্ব প্রতিনিধি, ডানকুনি: গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ অভিনেতা পরেশ রাওয়াল গুজরাটিদের বলেন,আপনারা বিজেপিকে ভোট না দিলে তাদের গ্যাসে বাঙালীর জন্য মাছ রান্না হবে।বিজেপি নেতার এহেন মন্তব্যের নিন্দা করে সর্বত্র প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল। রবিবার দুপুরে এক অভিনব প্রতিবাদে সামিল হন ডানকুনি(Dankuni) শহর তৃণমূল মহিলা কংগ্রেস।
এবার বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে রাস্তায় মাছ ভাজা খেয়ে প্রতিকী প্রতিবাদে সামিল হল হুগলি জেলার ডানকুনি শহর তৃণমূল মহিলা কংগ্রেস।রবিবার ছুটির দিনে ডানকুনিতে উত্তর সুভাষ পল্লীতে(Subhas Pally) মাছ ভাজা করেন তৃণমূল কাউন্সিলর তথা ডানকুনি শহরের মহিলা সভানেত্রী মমতা মুখোপাধ্যায়। ছিলেন ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা,কাউন্সিলর দেবাশীষ নন্দী।
এ দিন মমতা মুখোপাধ্যায় বলেন,যে ভাবে বিজেপির(BJP) নেতা মাছ ভাত খাওয়া নিয়ে বাঙালীকে অপমান করেছেন সেই বক্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচি। রীতিমতো স্থানীয় পুকুর থেকে মাছ ধরে মহিলা কংগ্রেসের কর্মীরা প্রকাশ্য রাস্তায় সেই মাছ ধুয়ে, কেটে ও ভেজে খেয়ে জবাব দিলেন এ হেন মন্তব্যের।রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিনিয়ত রান্নার গ্যাসে যেভাবে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে আমজনতার রান্নাঘরে বড় আঘাত এনেছে। আর তাই পঞ্চায়েত নির্বাচনের আগে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ইস্যুতে ফের সরব রাজ্যের ঘাসফুল শিবির।