-273ºc,
Friday, 2nd June, 2023 8:49 pm
নিজস্ব প্রতিনিধি: বিজয়া দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা। জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানের জেরে মৃত্যু হল অন্তত ৮ জনের। স্থানীয়দের দাবি, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও চলছে উদ্ধারকাজ।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। রাত ৮টা নাগাদ আচমকা পাহাড়ের উপর থেকে জলের স্রোত নেমে আসে। সেই হড়পা বানে ভেসে যান অনেকে। স্রোতের টানে ভেসে যায় ট্রাকও। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। প্রশাসনের তরফে তল্লাশি ও উদ্ধারকাজ চালানো হচ্ছে। ঘটনায় জখম হয়েছে ১৪ জন। আহতদের চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, যাদের মৃত্যু হয়েছে তাদের নাম যথাক্রমে তপন অধিকারী(৭১), ঊর্মি সাহা(১৩), রুমুর সাহা(৪২), অংশ পণ্ডিত(৮), বিভা দেবী(২৮), সুভাশিষ রাহা(৬৩), স্বর্ণদীপ অধিকারী(২০), সুস্মিতা পোদ্দার (২২)।
এই বিপর্যয় নিয়ে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, সকাল হতেই ভালোভাবে তল্লাশি চালানো হচ্ছে। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, রাত সাড়ে ৮টা নাগাদ হড়পা বান নেমেছিল। তার জেরে কয়েক জন ভেসে যান। তাঁদের মধ্যে সাত জনের দেহ উদ্ধার হয়েছে। নদীতে তল্লাশি অভিযান চলছে। পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানান তিনি।