এই মুহূর্তে

নিঠারি কাণ্ডের ছায়া দিনহাটায়! নরমাংস ভক্ষণের জন্য ভবঘুরেকে খুন, ধৃত ঘাতক

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা:  উত্তরপ্রদেশের নিঠারি হত্যাকাণ্ড স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশবাসীকে। স্বাধীন ভারতের বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর হত্যাকাণ্ডগুলির মধ্যে অন্যতম ছিল। শারীরিক নির্যাতন, খুন, নরমাংস ভক্ষণ এবং শবদেহের সঙ্গে সঙ্গমের চেষ্টার মতো একাধিক ভয়ঙ্কর অপরাধের প্রমাণ মিলেছিল। এবার সেই রকম ভয়ঙ্কর ঘটনার নিদর্শন পাওয়া গিয়েছে কোচবিহারের দিনহাটায়। নরমাংস ভক্ষণের অভিলাষ নিয়ে এক ভবঘুরেকে খুন করার অপরাধে ফেরদৌস আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দিনহাটার মহুকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ধীমান মিত্র সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলনে জানান, ‘গত ১০ জানুয়ারি দিনহাটার সীমান্ত সংলগ্ন এলাকা কুড়শা হাটের একটি প্রত্যন্ত শ্মশানের পাশের জলাশয় থেকে অজ্ঞাতপরিচয়ধারী মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের গলায় ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন ছিল। স্থানীয়রা জানান, ওই ভবঘুরে শ্মশানের কাছেই এক ঝুপড়িতে ছিলেন। খুনের মামলা রুজু করে দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে। তদন্তে একই এলাকার থরাইখানা গ্রামের ফেরদৌস আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। জেরার মুখে ফেরদৌস জানান,শুধুমাত্র নেশায় মত্ত হয়ে ওই ভবঘুরেকে খুন করেছিল। খুনের পর মৃতদেহ নিজের বাড়িতে নিয়ে আসে এবং দেহ পরিষ্কার করে। তার উদ্দেশ্য ছিল মৃতদেহের মাংস খাওয়ার। যেহেতু সেই অজ্ঞাত পরিচিত ব্যক্তি শ্মশানে থাকত তাই সেটি ছিল অভিযুক্তের সহজ টার্গেট।’

শুধু ওই ভবঘুরে নাকি আরও কাউকে খুন করেছে ফেরদৌস তা জানতে তাকে চারদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। নরমাংস ভক্ষণের ইচ্ছায় মানুষকে খুন করার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ধৃত যুবক মানসিক বিকারগ্রস্থ হতে পারেন বলেও মনে করছেন মনস্তত্ত্ববিদরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌মোদি–শাহের সরকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে’‌, ‘মৃত’ ১০ জনকে মঞ্চে এনে তোপ অভিষেকের

কলকাতার এন্টালি থেকে গোটা দেশে পাচার ও মাদক তৈরির কিং পিন গ্রেফতার

‘‌কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা সময়ের অপেক্ষা’‌, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসু সহ পরিবারের সদস্যদের

SIR আতঙ্কে মৃত্যু মেচেদার বৃদ্ধ ভোটার মৃত্যুঞ্জয় সরকারের

নিপা ভাইরাসে আক্রান্ত বারাসতের দুই নার্সের উপর ২৪ ঘণ্টা নজরদারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ