এই মুহূর্তে

নারী সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্র উদ্ভাবন বর্ধমানের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি: নারী সুরক্ষার স্বার্থে এবার অত্যাধুনিক যন্ত্র বানিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল বর্ধমানের এক পড়ুয়া। ইতিমধ্যে তার কাজের স্বীকৃতিও পেয়েছে ওই তরুণ। নারী সুরক্ষার জন্য বর্তমানে বিভিন্ন স্তরে যে প্রচেষ্টা চলছে সেই যাত্রায় ওই পড়ুয়ার তৈরি যন্ত্র নবতম সংযোজন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পূর্ব বর্ধমানের (Burdwan) বড়শুলের বাসিন্দা ওই পড়ুয়ার নাম আবির ঘোষ। দুর্গাপুর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বি-টেকের প্রথম বর্ষের ছাত্র সে। ওই পড়ুয়ার কথা অনুযায়ী, দিল্লিতে এক মহিলার ওপর নির্যাতনের খবর পড়েই সে এমন একটি যন্ত্র বানানোর কথা প্রথম ভাবে। রাস্তাঘাটে বা যে কোনও জায়গায় বিপদে পড়লে যাতে মহিলারা নিজেদেরকে সেই অত্যাচার থেকে সুরক্ষিত করতে পারে সেই কারণে তার এই চেষ্টা। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের ‘ইনভেটিভ ওমেন সেফটি ব্যাণ্ড ডিভাইস ডিজাইন বাই এ টিন’-এ আবিরের তৈরি অত্যাধুনিক যন্ত্রটিকে বাছাই করে নেওয়া হয়েছে।

মহিলাদের সুরক্ষার জন্য যন্ত্রটি কী ভাবে কাজ করবে সে বিষয়ে জানিয়েছে আবির। ওই পড়ুয়া জানায়, এই বিশেষ যন্ত্রটি হাতে পরতে হবে। যন্ত্রটি পরে থাকা অবস্থায় যদি কেউ সেই মহিলাকে জোর করে টানাটানি করার চেষ্টা করে, বা ওই মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে যন্ত্রের সেন্সর তা চিহ্নিত করতে পারবে। এর পর যন্ত্রটি সক্রিয় হয়ে উঠবে। শুধু তাই নয়, বিপদে পড়লে ওই যন্ত্রের মাধ্যমেই স্থানীয় থানা ও পরিবারের সঙ্গে এসএমএস পাঠিয়ে বার্তা দিতে পারবেন ওই যন্ত্র পরে থাকা মহিলা। এর পর এসএমএস পাওয়ার পর ৭৭৭ লিখে পুলিশ যদি পাল্টা ওই ডিভাইসটিতে এসএমএস করে তাহলে সেই ডিভাইস থেকে জিপিএস লোকেশন পাঠিয়ে দেবে পুলিশের মোবাইলে। এর পর সেই লিঙ্কে ক্লিক করলেই গুগল ম্যাপে সংশ্লিষ্ট মহিলার অবস্থান জানতে পারবে। এর পাশাপাশি মহিলা বিপদে পড়েছেন বুঝতে পারলে ওই যন্ত্র দিয়ে আক্রমণকারীকে ২০০০ ভোল্টের ইলেকট্রিক শকও দিতে পারবেন তিনি। এই সুবিধাগুলির পাশাপাশি ওই যন্ত্রে রয়েছে লেজার লাইট, ক্যামেরা ও অটোমেটিক কল-এর সুবিধা। বিপদে পড়লে লেজার লাইটের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে।

যন্ত্র পরিহিত মহিলা যদি হামলাকারীকে সাময়িকভাবে অন্ধ করে দিতে চান, সেই কাজও যন্ত্র দিয়ে করা যাবে। কেউ বিরক্ত করলে বা স্পর্শ করলে ওই যন্ত্র দিয়ে দুষ্কৃতীর চোখে ‘হাই ফ্লাশলাইট’ ফেলে ৩০ সেকেন্ডের জন্য তার দৃষ্টি ঝাপসা করে দেওয়া যাবে। সেই সময়ের মধ্যে মহিলা অন্য কোনও জায়গায় সরে যেতে পারবেন। দুষ্কৃতীরা যদি মহিলাকে ঘিরে অশ্লীল কথা বলেন তাও অটোমেটিক অডিও ও ভিডিও রেকর্ডিংয়ে রেকর্ড হয়ে যাবে। ক্যামেরায় ধরা পড়বে দুষ্কৃতীর ছবি। জেলার এক পড়ুয়ার এমন উদ্ভাবনে খুশি স্থানীয়রা। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া আবির ঘোষের এমন আবিষ্কারে খুশি বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর