এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নিউটাউনে সিএনজি বাস পরিষেবা চালু করলেন ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি: দূষণ কমানোর পাশাপাশি পেট্রোল ও ডিজেলের ওপর থেকে নির্ভরতা কমাতে রাজ্য সরকার এখন সিএনজি(CNG) চালিত বাস পরিষেবা চালু করার দিকে বেশি করে ঝুঁকতে চাইছে। সেই সঙ্গে জোর দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত বাসের দিকেও। সেই লক্ষ্যেই সোমবার বিকালে নিউটাউন(Newtown) থেকে পরিবেশবান্ধব(Eco Friendly) বেসরকারি সিএনজি বাস পরিষেবা চালু করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন, আবাসন এবং পরিবহণ দফতরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। এদিন তিনি নিউটাউনে যে বাস পরিষেবাটির উদ্বোধন করেন তা চলবে সাপুরজি থেকে উল্টোডাঙা(Ultadanga) অবধি। সাবার্বান বাস সার্ভিসেসের তরফে এই বাস পরিষেবা চালু করা হয়েছে। নিউটাউনে সাবার্বান বাস পরিষেবা না থাকায় সেখানকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার কথা রাজ্য সরকারের কানে এসেছিল। সেই অসুবিধা কাটিয়ে তোলার লক্ষ্যে এই পরিষেবা চালু করা হল। এই পরিষবার প্রথম পর্যায়ে এদিন ৫টি বাস চালু হল। আগামী দিনে এই প্রকল্প লাভদায়ী হলে আরও দুটি পর্যায়ে আরও ১০টি বাসকে রাস্তায় নামানো হবে বলে জানা গিয়েছে।

এদিন এই পরিষেবার উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানান, ‘সিএনজি-র সঙ্গে বেঙ্গল গ্যাস নামে নতুন একটা কোম্পানি হয়েছে। যারা বাসের রিফিলিং ছাড়াও কলকাতায় গ্যাস সাপ্লাই করবে। আগামী সাত দিনের মধ্যেই কসবাতে আমরা উদ্বোধন করব সিএনজি স্টেশন। পাশাপাশি সব ট্রাম ডিপো গুলোতে যেহেতু পাওয়ার আছে তাই সেখানেও চার্জিং স্টেশন ব্যবস্থা করা হচ্ছে। সিইএসসি এবং বিদ্যুৎ বণ্টন কোম্পানির সঙ্গে বৈঠক হয়েছে। ভবিষ্যতে সিএনজি এবং ব্যাটারি চালিত গাড়ির জন্য চার্জিং স্টেশন হবে কলকাতা এবং বৃহত্তর কলকাতা এলাকায়। জ্বালানির দাম এখন আকাশছোঁয়া। নিরন্তর সমস্যায় পড়ছেন বাস মালিকরা। তাই ডিজেলের বিকল্প হিসেবে এই সিএনজি বাস পরিষেবা চালু করা হল। উল্টোডাঙার ১৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে নিউ টাউনের সাপুরজি পর্যন্ত রুটে এই পরিবেশবান্ধব সিএনজি বাস চলবে।’

জানা গিয়েছে, উল্টোডাঙার ১৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে নিউ টাউনের সাপুরজি পর্যন্ত ১৭ কিলোমিটারের এই রুটে প্রথম পাঁচ কিলোমিটার স্টেজে ন্যূনতম ২০ টাকা ভাড়া নেওয়া হবে। পরবর্তী প্রতি স্টেজে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব রয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনের তরফে। পরিবহণ দফতর এই প্রস্তাব বিবেচনা করে ভাড়া নির্ধারণ করবে। পরিবেশবান্ধব ও শীতাতপ নিয়ন্ত্রিত এই সিএনজি বাসে থাকছে সিসিটিভির ব্যবস্থা। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এই রুটটি জনপ্রিয় ও লাভবান হয়ে উঠলে কলকাতা ও শহরতলি রুটেও এই ধরনের বাস পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার। তবে প্রতিটি রুটে বাস নামানোর আগে ভাল করে সমীক্ষা করে নেবে পরিবহণ দফতর, যাতে অলাভজনক কোনও রুটে পরিষেবা চালু না হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর