এই মুহূর্তে




অষ্টমীর সন্ধ্যায় অজয়ের বানে প্রতিমা ভেসে এসেছিল

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: কথায় বলে নদী এককূল গড়ে তো অপর কূল গড়ে। দুর্গাপুজোর(Durga Puja) সঙ্গে এই কথাটি হুবাহু মিলে যায় যদি বীরভূমের(Birbhum) সিউড়ি(Suri) সদর মহকুমার দুবরাজপুর(Dubrajpur) ব্লকের লোবা(Loba) গ্রাম পঞ্চায়েতের উত্তরডাহা গ্রামে পা রাখলেই। কেননা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া অজয় নদের(Ajay River) বন্যায় বার বার এই গ্রামের একমাত্র পারিবারিক পুজোর স্থান বদল হয়েছে। শুধুই স্থান বদল নয়, পুজো একের পর এক অন্য পরিবারের হাতে গিয়েছে। এখন যেমন এই পুজোর দায়িত্ব রয়েছে গ্রামের বাসিন্দা তথা প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ইন্দ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের(Banerjee Family) হাতে। সেই সূত্রে অনেকেই এখন এই পুজোকে বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো ব্লে চিহ্নিত করেন। যদিও এই পুজোর আদি স্থান ছিল লায়েক বা নায়েক পরিবারের হাতে।

জানা গিয়েছে, হেতমপুর রাজবাড়িতে কর্মসূত্রে নায়েক পরিবার অজয়ের পাড় ঘেঁষা উত্তরডাহা গ্রামে বসবাস গড়ে তুলেছিল। তাঁদের হাত ধরেই গ্রামের একমাত্র দুর্গাপুজোর সূচনা হয়েছিল। কিন্তু বাংলা ১২২০ সালে তথা ইংরেজির ১৮১৩ সালে অজয়ের বুকে ঘটে যাওয়া এক ভয়ংকর বন্যা এই গ্রাম গ্রাস করে। হু হু করে নদীর জল ঢুকে পড়েছিল গ্রামের বুকে। ভাসিয়ে নিয়ে গিয়েছিল মানুষ থেকে গবাদি পশু, ঘরবাড়ি মায় জমির ফসলও। সেই বন্যার পরে পরেই নায়েকদের পরিবার সহ বহু লোক গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান। নায়ক পরিবার বর্তমানে ঝাড়খণ্ডের আম্বায় বসবাস করেন। নায়েক পরিবার গ্রাম ছাড়লেও তাঁদের দুর্গা দালান থেকে গিয়েছিল। নায়ক পরিবার চলে যাওয়ার পরে দুর্গাপুজো শুরু হয়েছিল পাশের ধ-গড়িয়া গ্রামে। এখনও ওই গ্রামে বাঁড়ুজ্যের পুজোর বেদি রয়েছে।

তার পরে অজয়ের ভয়াবহ বন্যায় ফের দেবীর স্থান পরিবর্তন হয়। পুজো আসে উত্তরডাহা গ্রামে রানা পরিবারে। আবারও সেই বন্যার কারণেই সেই পুজো চলে আসে বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতে। অষ্টমির সন্ধ্যায় ভয়ংকর বন্যা ভাসিয়ে নিয়ে গিয়েছিল দেবী প্রতিমা। সেই স্নধ্যাতেই তা এসেছিল ভিড়েছিল বন্দ্যোপাধ্যায় পরিবারের ভিটেতে। সেই থেকেই বন্দ্যোপাধ্যায় পরিবার এই পুজো করে আসছে। মহালয়ার দিনই হোম দিয়ে শুরু হয় পুজো। পুজোর অষ্টমী বাদে তিন দিন অন্নভোগ। ব্যস্ত হয়ে উঠেন পরিবারের মহিলা সদস্যরা। মেতে ওঠে ছোটরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২বছর ১১ দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, পেলেন অভ্যর্থনা

বাগুইআটিতে চুরির কিনারা, বারাসতে বড়মার মন্দিরে দুঃসাহসিক চুরি

হাওড়ায় পাইপ লাইনের কাজের জন্য ধস নামায় পানীয় জল সরবরাহে বিঘ্ন, চরম ভোগান্তি

করোনা-ই ভিলেন, শিশুচোর সন্দেহে ‘মা’কে পুলিশের হাতে তুলে দিলেন রেলযাত্রীরা

গয়েশপুরে কাউন্সিলরের সামনেই অনুগামীকে জুতো ছুঁড়ে মারল উত্তেজিত জনতা

ধুলাগড় টোল প্লাজার কাছে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ,ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর