এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আজ থেকে শুরু তৃণমূলের ‘অধিকার যাত্রা’, চলবে ১০দিন ধরে

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। তবে কয়েক দিনের মধ্যেই তা ঘোষিত হতে পারে বলে নানা মহলে অনুমান করা হচ্ছে। এই অবস্থায় এদিন অর্থাৎ ১৩ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) নয়া কর্মসূচি ‘অধিকার যাত্রা’(Adhikar Yatra)। এই কর্মসূচির মাধ্যমে ঘাসফুলের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন লোকসভা নির্বাচনের জন্য প্রচারে। সঙ্গে থাকবেন সেই এলাকার দলের প্রার্থী-সহ নেতারা। তবে এই কর্মসূচিতে মূলত দাবি তোলা হবে ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাওয়ার অধিকারের ওপর এবং কেন্দ্রের আবাস যোজনায় ঘর পাওয়ার অধিকারের ওপর। প্রচারে তুলে ধরা হবে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করার পথে হেঁটে তাঁদের অধিকারও কেড়ে নিচ্ছে। কার্যত এই বার্তা নিয়েই লোকসভা ভোটের প্রচারে শুরু করে দিচ্ছে জোড়াফুল শিবির।

তৃণমূলের তরফে জানা গিয়েছে, এদিন থেকে যে নয়া কর্মসূচি ‘অধিকার যাত্রা’ শুরু হচ্ছে তা রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রের এলাকাজুড়েই হবে। প্রতিটি বিধানসভায় প্রচারে যাবেন সেই এলাকার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সঙ্গে থাকবেন স্থানীয় বিধায়ক বা সংগঠনের নেতারা। যারা কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত হয়েছেন, মূলত তাদের মাঝে গিয়েই প্রচার চালানো এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ব্রিগেডে জনগর্জন সভার পরে এবং গতকালের ‘তফশিলির সংলাপ’ শুরু হওয়ার পর এদিন থেকে তৃণমূল কংগ্রেস তাঁদের নতুন প্রচারাভিযান নিয়ে কার্যত তেঁড়েফুঁড়ে নামছে বিজেপি এবং কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, বাংলার অধিকার যাত্রা আদতে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন প্রচার কর্মসূচির একটি অন্যতম প্রধান অংশ। চমকে ভরা এই আয়োজন আগামী দিনে তৃণমূলের প্রচার কর্মসূচিকে আরও জোরদার করবে এমনটাই দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷ এই কর্মসূচির আওতায় তৃণমূল কংগ্রেসের ৪২ জন প্রার্থীরা সকলেই নিজ নিজ লোকসভা কেন্দ্রে ১০ দিনের একটি যাত্রা করবেন ৷

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন ঘাটাল, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা উত্তর ও দক্ষিণে এই প্রচার কর্মসূচি পালন করা হবে ৷ আগামী ৭ থেকে ১০ দিন, প্রার্থীরা সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্র জুড়ে জনসভা, বৈঠক, দরজায় দরজায় ঘুরে প্রচার এবং মিছিল করবেন ৷ পাশাপাশি প্রার্থীরা সেই এলাকার বঞ্চিত ১০০ দিনের কাজের শ্রমিক আবাস যোজনার উপভোক্তাদের সঙ্গে দেখা করবেন। কেন্দ্রের মোদি সরকার যে বাংলার মানুষকে বঞ্চিত করছে এবং তৃণমূল কংগ্রেস সেই মানুষের অধিকারের জন্যই লড়ছে, সেটা তাঁদের বোঝাবেন৷ এই কর্মসূচির মাধ্যমে প্রার্থীরা জমিদার বিসর্জনের ডাক দেবেন। ঠিক যেমনটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) ডাক দিয়েছিলেন। প্রার্থীদের গলাতেও সেই সুর প্রতিধ্বনিত হবে ৷

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যজুড়ে সাতজনের প্রাণহানি

সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে প্রথম কাল বৈশাখীর বৃষ্টি কলকাতা শহরে

শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সন্দেশখালিতে মিছিল তৃণমূলের

তীব্র দাবদহে নদীয়ার এঁচোড় দেদার রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

সেলিম কাঁটা উপড়ে ফেলে মুর্শিদাবাদ ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর