এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্রেও মিলবে আধার পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: নতুন আধার কার্ডের(Aadhar Card) তথ্য যাচাইয়ের কাজ আগে ছিল আধার কর্তৃপক্ষ বা UIDAI’র হাতে। কিন্তু সেই তথ্য সংগ্রহের কাজ চালাবার মতো পরিকাঠামো এখনও গড়ে তুলতে পারেনি তাঁরা। আর সেই কারণেই আমজনতার আধার কার্ড হাতে পেতে সমস্যা হচ্ছিল। সেই কাজে গতি আনতে কেন্দ্র সরকার এই কাজের দায়িত্ব অর্পণ করে রাজ্যের হাতে। দেশের প্রতিটি রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্ব গঠিত কমিটি এবার থেকে নতুন আধার কার্ডের তথ্য যাচাই করবে। বাংলার বুকেও সেই কাজ শুরু হয়ে গিয়েছে। সেই কাজকে আরও দ্রুত ও নিখুঁত করে তুলতে এবার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের সব বাংলা সহায়তা কেন্দ্র বা BSK থেকে বিনামূল্যেই মিলবে আধার পরিষেবা। রাজ্যের প্রায় এক হাজার কেন্দ্র থেকে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন মধ্য রাতে বড় দুর্ঘটনা দমদম পার্কে, জীবন কাড়ল ৫জনের

রাজ্যের এই সিদ্ধান্ত কার্যত বলে দিচ্ছে কেন্দ্র সরকার তথা গেরুয়া ব্রিগেড যতই বাংলা(Bengal) বিরোধিতা চালিয়ে যাক না কেন, একটা জায়গায় গিয়ে তাঁদেরও মেনে নিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উন্নয়নমূলক সিদ্ধান্তকে। সেই কারণেই এবার বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা দিতে যে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে তার জন্য বাংলার পাশাপাশি কেন্দ্র সরকারও টাকা ঢালছে। বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে যেহেতু বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা, তাই আধার পরিষেবাও এখান থেকে কোনও খরচ ছাড়াই মিলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত এখনও ঘোষিত হয়নি। পাশাপাশি রাজ্য সরকার, স্কুল স্তরেও আধার কার্ড করানোর প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে। এর জন্য রাজ্যের স্কুলশিক্ষা দফতর(School Education Department) শীঘ্রই সেই পরিষেবা চালুর জন্য বিজ্ঞপ্তি দিতে পারে বলেই জানা গিয়েছে। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পেতে গেলে স্কুলের পড়ুয়াদেরও আধার কার্ড থাকা বাধ্যতামূলক। অনেক ক্ষেত্রেই স্কুলস্তরের ছাত্রছাত্রীদের সেই কার্ড নেই। দ্রুততার সঙ্গে যাতে সেই ব্যবস্থা করা যায়, তার জন্য স্কুলেই আধার পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন DA’র দাবিতে দিল্লিতে ধর্না, ব্যবস্থা নিচ্ছে রাজ্য

বাংলায় আধার পরিষেবা পাওয়া যায় সাধারণত ডাকঘর এবং আধার সেবা কেন্দ্রগুলি থেকে। বাংলা সহায়তা কেন্দ্রে এই পরিষেবা চালুর ব্যাপারে প্রাথমিক পর্যায়ে কিছু জটিলতা তৈরি হলেও পরবর্তীকালে রাজ্য সরকার সবুজ সঙ্কেত দেয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার এর জন্য প্রাথমিকভাবে ১০ কোটি টাকা খরচ করছে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক দিচ্ছে ৫ কোটি টাকা। চোখের মণির ছবি তোলার যন্ত্র বা আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি যা যা প্রয়োজন, তা এখন কেনা চলছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক স্তরে আধার কর্তৃপক্ষ অর্থাৎ UIDAI’র যা যা করণীয়, তাও করা হয়েছে। প্রথমবার আধার কার্ড করালে কোনও খরচ করতে হয় না। কিন্তু আধার সংক্রান্ত নানা তথ্য আপডেট করাতে সাধারণ মানুষকে চার্জ মেটাতে হয়। বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে এক্ষেত্রেও বিনামূল্যে পরিষেবা মিলবে কি না, তা অবশ্য এখনও জানায়নি রাজ্য। একই সঙ্গে জানা গিয়েছে, স্কুলে আধার পরিষেবার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপাতত প্রতিটি ব্লকে দু’টি করে স্কুলে আধার কার্ড করানো হবে। তবে প্রথমেই সব ছাত্রছাত্রীর জন্য এই সুযোগ করে দেওয়া হবে না। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা প্রথম ধাপে সুযোগ পাবে। ব্লকের কোন কোন স্কুলে আধার পরিষেবা দেওয়া হবে, সেই তথ্য সংশ্লিষ্ট ব্লকের অন্যান্য স্কুলগুলিতে দেওয়া হবে। সেই মতো এলাকা ধরে ধরে পড়ুয়াদের কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের, তাপ প্রবাহে সুস্থ থাকার টোটকা রথীনের

তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ

তাপপ্রবাহে স্বস্তি পেতে ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর