এই মুহূর্তে




ঘোজাডাঙ্গা সীমান্তে বাণিজ্য বন্ধ করে বিক্ষোভ,কয়েকশো পণ্য বাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে




নিজস্ব প্রতিনিধি,ঘোজাডাঙ্গা: সীমান্তে পার্কিং নিয়ে মালিকরা বৈষম্যের শিকার। প্রতিবাদে বসিরহাটে ঘোজাডাঙ্গা সীমান্ত বাণিজ্যর বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভ। থমকে সীমান্ত বাণিজ্য। কয়েকশো পণ্য বাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে সীমান্তে।এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর ২৪পরগনার বসিরহাট মহকুমার ভারত- বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত(Ghojadanga Border)। যেখানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ট্রাক দেশের বিভিন্ন রাজ্য থেকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশে যায়। ২৫ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত এই সীমান্তে কোন সরকারি পার্কিং নেই। ৮৪ টা বেসরকারি পার্কিং রয়েছে। কেউ মালিকের কাছ থেকে জমি লিজ নিয়ে করেছেন। আবার কেউ নিজের জমিতে পার্কিং জোন করে নিজেরাই ব্যবসা করেন।

কিন্তু রাজ্যের অন্যান্য সীমান্ত বর্ডার বিশেষ করে মালদা মহাদিপুর সীমান্তে যেখানে ২৪ ঘন্টা পার্কিং চার্জ ৮০০ টাকা নির্ধারিত সময় পেরিয়ে গেলে ঘণ্টা পতি ২০০ টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হয়। সেখানে ঘোজাডাঙ্গা সীমান্ত অর্ধেক অর্থাৎ ৪০০ টাকা পার্কিং ফি। পাশাপাশি ১৬/৮ ২০২২ সালে রাজ্যের সুবিধা পোটালে ঘোজাডাঙ্গা পার্কিং ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পার্কিং নাম নথিভুক্ত করেছিল। সেই সময় বলা হয়েছিল একটি পার্কিং চার্জ বাবদ টাকা জমা নেওয়া হচ্ছে সেগুলো আবার নির্ধারিত পার্কিং মালিকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রায় তিন বছর অতিক্রম করে গেছে, আজও প্রায় একচল্লিশ লক্ষ টাকা পার্কিং মালিকরা পাননি। সীমান্তে ২৯৫ বিঘার ওপর মোট ৮৪ টা বেসরকারি পার্কিং রয়েছে এর সঙ্গে জড়িত মালিক কর্মচারী ও পাশাপাশি পরোক্ষভাবে ৪ হাজার মানুষ এই জীবিকার মধ্যে জড়িত। দীর্ঘ তিন বছর ধরে তাদের সুবিধা পোর্টালের(Subidha Portal) জমা থাকা অর্থ পাচ্ছেন না। এর জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত জানিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর দফতরে তারা বাই পোস্টে পুরো বিষয়টা জানিয়েছেন ।

এছাড়া জেলাশাসক ,মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তাদের একাধিকবার জানিয়ে কোন ফল হয়নি। তাই বাধ্য হয়ে ৮৪ জন পার্কিং মালিক কর্মচারী সহ দুই শতাধিক ব্যবসায়ী ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের চেকপোস্টের কাছে তারা চেয়ার মাইক বেঁধে ফেস্টুন লাগিয়ে অবরোধ বিক্ষোভ শুরু করেছেন। ঘটনাস্থলে বসিরহাট থানা পুলিশ ।ঘোজাডাঙ্গা পার্কিং ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের(Ghojadanga Parking Owners Welfare Association) সভাপতি, নিত্যানন্দ মন্ডল সম্পাদক ,রফিকুল ইসলাম ও মিহির ঘোষরা জানান রাজ্যের বিভিন্ন সরকারি সীমান্তে পার্কিং রয়েছে। যেখানে আমরা সম্পূর্ণ গত ২৫ বছর ধরে বেসরকারি পার্কিং নিজেরাই চালাচ্ছি।সেখানে আমরা অন্যান্য সীমান্তের থেকে বৈষম্যের শিকার হচ্ছি। সীমান্তের পার্কিং মালিকরা আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে।

অন্যদিকে, এর সঙ্গে যুক্ত থাকা তারা বিভিন্ন সময়ে পরিষেবা দিয়ে যাচ্ছেন বিশেষ করে সীমান্তে পার্কিংয়ের নজরদারি চালাতে গিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে । এই কর্মসংস্থানের সঙ্গে প্রায় চার হাজার মানুষ যুক্ত। যাদের প্রতিদিন রুজি রোজগার এর থেকে হয় ।তারা ঠিকমতো মাসিক বেতন পাচ্ছেন না বলে পরিষেবা দিতে পাচ্ছেন না ।তাই তারা বাধ্য হয়ে ঘোজাডাঙ্গা সীমান্তে মাইক বেঁধে রাস্তার মধ্যে চেয়ার বসিয়ে বিক্ষোভে নেমেছেন। যতক্ষণ পর্যন্ত সরকারি ভাবে সূরাহা না হবে তাদের এই আন্দোলন চলবে এবং আগামী দিনের বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছে ঘোজা ডাঙ্গা পার্কিং ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবারই মহা বিপর্যয় ঘনিয়ে আসছে রাজ্যের একাধিক জেলায়, জারি কমলা সর্তকতা

জড়িবুটি দিয়ে চিকিৎসার নামে অসুস্থ গৃহবধূর শ্লীলতাহানি, গ্রেফতার সাধু বাবা

‘অব কি বার ২০০ পার নয়’, বিজেপি কর্মীদের ১৮০ আসনের লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

গলায় ব্লেড চালিয়ে পাঁচ মাসের মেয়েকে খুন, ‘কন্যাঘাতক’ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শুভেন্দুর গড়ে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল

হাবড়ার তৃণমূল নেতার খুনের ঘটনায় দোষী ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর