এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) বাড়ল আরও একটি CBI তদন্ত। পুলিশি হেফজতে থাকাকালীন এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর(Death in Police Custody) ঘটনায় নদিয়া(Nadia) জেলার মুরুটিয়া থানার(Murutia PS) ভারপ্রাপ্ত আধিকারিক ও পুলিশ অফিসারদের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। এই রাজ্যে কয়লা পাচার, গরু পাচার, স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতি, পুরকর্মী নিয়োগের দুর্নীতির মতো একাধিক ঘটনায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এমনকি ওই তালিকায় আছে নদিয়া জেলারই হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের তদন্তও। এবার সেই তালিকায় মুরুটিয়া থানার ঘটনাও ঢুকে গেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

ঠিক কী হয়েছিল মরুটিয়া থানায়? নদিয়া জেলার তেহট্ট মহকুমার করিমপুর-২ ব্লকের একাংশ নিয়ে মুরুটিয়া থানা তৈরি করা হয়েছে। এটি এখন কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত। গত ২৬ আগস্ট গভীর রাতে মুরুটিয়া থানার পুলিশ ১০ বছর আগের মাদক মামলায় অভিযুক্ত মোহন মণ্ডলের ভাই শওকত মণ্ডলকে মারধর করে তুলে নিয়ে যায়। তার পরের দিন ভোরে একটি বাঁশ বাগানে শওকতের দেহ পাওয়া যায়। ভাইয়ের মৃত্যুর বিচার চেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের দ্বারস্থ হন দাদা মোহন। কিন্তু লাভ হয়নি। পরে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ এনে গত ১৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করেন মৃত সওকতের স্ত্রী মঞ্জুরা বিবি। সেদিন রাতেই মৃতের দাদা মোহন মণ্ডল-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে ওপর একটি খুনের মামলায় অভিযুক্ত হিসেবে দেখানো হয়। যার প্রেক্ষিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সেই মামলাতেই CBI তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

এই মামলা এর আগে উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। সেই সময় বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি। শেষে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মুরুটিয়া থানার এই ঘটনায় CBI তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছে। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে মামলার নথি CBI-য়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপরে ২ মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

CAA নিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির ‘ভাঁওতাবাজি’ তুলে ধরছেন মতুয়া প্রার্থী

‘সবাই যদি অনুপ্রবেশকারী হয় তাহলে আপনিও অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী’, খোঁচা মমতার

CAA ইস্যুতে মমতার হাত শক্ত করার ডাক দিলেন নমঃশূদ্র বোর্ডের চেয়ারম্যান

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘শাঁখা-পলার মাহাত্ম্য জানেন? ওসব কী জানেন?’, মোদিকে প্রশ্ন ছুঁড়লেন মমতা

মনিপুরে জঙ্গি হামলায় নিহত জওয়ানকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানালেন গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর