এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নিম্নচাপের দোসর মৌসুমি অক্ষরেখা, বৃষ্টি চলবে সপ্তাহভর

নিজস্ব প্রতিনিধি: রাতভর দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টি ঝরেছে কলকাতা(Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে। মঙ্গলবার সকালেও সেই বৃষ্টি থামার কোনও লক্ষ্যণ নেই। বরঞ্চ ঘন কালো মেঘের চাদরে ঢাকা পড়ে আছে দক্ষিণবঙ্গের আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের(Weather Department) পূর্বাভাস, মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টি হবে। তবে গত ৩৬ ঘন্টা ধরে বৃষ্টি ঝরিয়ে বঙ্গোপসাগরে(Bay of Bengal) ঘনীভূত গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এদিন এটি আরও দুর্বল হবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও কমবে। সোমবার সারাদিন দফায় দফায় ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির(Heavy Rain) সম্ভাবনা থাকছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, নিম্নচাপের জেরে এদিনও রাজ্যের উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি বেশি থাকতে পারে। তাই বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রাখা হচ্ছে। তবে  টানা বৃষ্টির জেরে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় বেশ খানিকটা পারদ পতন হয়েছে। একই সঙ্গে চলতি নিম্নচাপের দৌলতে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের ফলে বর্ষায় এ বছর বৃষ্টির ঘাটতি কিছুটা মিটবে। কলকাতায় দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বাকি সময় মাঝারি বৃষ্টি দেখা যাবে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাবে। বেশি বৃষ্টি হবে হাওড়া, হুগলী, নদীয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। উপকূলে ঝোড়ো হাওয়ার কারনে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করার পাশাপাশি পর্যটকদের নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর হালকা মাঝারি বৃষ্টি হবে।  

মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপের অবস্থান রয়েছে ওড়িশা এবং দক্ষিণ ছত্রিশগড় এলাকায়। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সালমির, থেকে মহারাষ্ট্রের নাগপুর হয়ে ছত্রিশগড়ের নিম্নচাপ ছুঁয়ে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরে নিম্নচাপ দুর্বল হলেও বাংলার পরিমণ্ডলে সাগরের জলীয় বাষ্প হু হু করে ঢুকবে। আর তার জেরে চলতি সপ্তাহজুড়ে বাংলার বুকে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ঝরার সম্ভাবনা থাকছে। আর এই কারণেই বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া ও দুই মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেননা নানা জলাধার থেকে জল ছাড়া হলে এই জেলাগুলির নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর