এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিঘা, তাজপুর, মন্দারমণিতে গেলেই চলে আসবেন পুলিশি নজরে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার পর্যটনকেন্দ্রগুলিতে(Tourist Places) ছোট বড় মিলিয়ে প্রায় ১২০০ হোটেল-রিসর্ট রয়েছে। যার মধ্যে দিঘাতেই রয়েছে প্রায় ৫৫০ হোটেল। এছাড়াও মন্দারমণি ও দিঘা(Digha) মোহনা থানার মধ্যে রয়েছে হোটেল। এর পাশাপাশি আবার জেলার শিল্প শহর হিসেবে পরিচিত হলদিয়া, মহিষাদল, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট সহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও অনেক হোটেল। যেগুলিতে জেলার বাসিন্দা সহ দূরদূরান্তের বহু পর্যটকদের আনাগোনা রয়েছে প্রতিনিয়তই। সম্প্রতি দিঘা, মন্দারমণি এলাকায় খুনের ঘটনা পুলিশকে চিন্তায় ফেলে। পাশাপাশি হোটেলে বেআইন কার্যকলাপের বিষয়টিও সামনে আসে। গোয়ায় অপরাধ সংঘটিত করে দিঘার হোটেলে আত্মগোপন করা থেকে শুরু করে সাম্প্রতিককালে দিঘায় হোটেল লিজ নিতে এসে লোকাল ট্রেনে ট্রলি ব্যাগের ভিতর থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার, এই ঘটনাগুলিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবার তাই অসাধু ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণে এনে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলায় এক ই-পোর্টাল(E-Portal) চালু করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ(Police)।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য এবার সেখানকার  জেলা পুলিশ চালু করছে ‘অতিথি’ ই পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে হোটেলে আসা অতিথিদের পরিচয়-সহ সমস্ত খুঁটিনাটি। অসাধু ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণে এনে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পোর্টাল চালু করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সেই মতো নতুন এই পোর্টালটি চালুর বিষয়ে ইতিমধ্যেই পর্যটনকেন্দ্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হোটেল মালিকদের সঙ্গে একপ্রস্ত বৈঠকে সেরে ফেলেছেন জেলা পুলিশ কর্তারা। এই পোর্টালটিতে হোটেলে আসা অতিথিদের পরিচয় এবং যাবতীয় তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পোর্টালে গিয়ে হোটেল সংক্রান্ত যেকোনও তথ্য আপলোড করলেই অনলাইন মারফত সরাসরি তা জেলা পুলিশের হাতে চলে যাবে। এর ফলে কোনওরকমের টালবাহানা ছাড়াই সহজেই কিনারা করা যাবে যে কোনও ঘটনার। অপরাধ দমনের ক্ষেত্রে এই পোর্টাল অনেকটাই সহায়ক হয়ে উঠবে বলে জেলা পুলিশ প্রশাসনের দাবি।   

এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, ‘পর্যটকদের নিরাপত্তা-সহ সমস্ত রকমের সুরক্ষা নিশ্চিত করতে নতুন এই পোর্টাল চালু করা হয়েছে। এটি একটি পাইলট প্রজেক্ট। জেলার হোটেলগুলিকে একই ছত্রছায়ায় নিয়ে এসে এই পোর্টাল চালুর উদ্যোগে জেলাজুড়ে কাজ শুরু হয়েছে।’ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন দিঘা শংকরপুর হোটেল ব্যবসায়ী সমিতির সদস্যরা। তবে এক্ষেত্রে হোটেলের কর্মীদের প্রশিক্ষিত হতে আরও বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা। তবে এক্ষেত্রে কিছু কিছু হোটেল মালিক দাবি করেছেন এই পদক্ষেপের দরুণ কিছু পর্যটক ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘণের দাবি তুলতে পারেন। সেক্ষেত্রে দিঘার মতো এলাকায় পর্যটকদের আনাগোনা কমলেও কমতে পারে বলে তাঁদের দাবি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের, তাপ প্রবাহে সুস্থ থাকার টোটকা রথীনের

তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ

তাপপ্রবাহে স্বস্তি পেতে ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর