24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:37 am
নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) শাসক দলের নেতাদের অভিযোগ, কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government) এ রাজ্যের মানুষকে ভাতে মারার তাল করেছেন। কেননা একুশের বিধানসভা নির্বাচনে তাঁরা বাংলার মেয়ের পাশে দাঁড়িয়েছেন পদ্মপার্টিকে প্রত্যাখান করে। সেই রাগেই বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দ একের পর প্রকল্পের টাকা আটকে দিয়েছে মোদি সরকার। তার মধ্যে যেমন ১০০দিনের কাজের প্রকল্পের(100 Days Work Project) টাকা রয়েছে তেমনি রয়েছে আবাস যোজনার টাকাও। তবে এবার কিছুটা হলেও সুখবর শোনাল রাজ্য স্বাস্থ্য দফতর(Health Department)। ১০০ দিনের কাজের প্রকল্পে যাদের জবকার্ড(Job Card) রয়েছে তাঁদের আর ঘরে বসে থাকতে হবে না। তাঁদেরই কাজ দেবে রাজ্যের স্বাস্থ্য দফতর। জেলায় জেলায় স্বাস্থ্য দফতরের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে অদক্ষ শ্রমিক হিসাবে তাঁদের কাজ দেওয়া হবে। মানে আপনার কাছে যদি ১০০ দিনের কাজের প্রকল্পের জবকার্ড থেকে থাকে, তাহলে আপনিও এবার স্বাস্থ্য দফতর মাত্র কাজ পাবেন।
আরও পড়ুন বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়, বন্দে ভারত ইস্যুতে জানালেন মুখ্যমন্ত্রী
রাজনীতির জেরে ধাক্কা খাচ্ছে বাংলার উন্নয়ন। কাঠগড়ায় গেরুয়া বাহিনী, তথা কেন্দ্র সরকার। আর তাই কেন্দ্রের ওপর ভরসা না করে এবার একশো দিনের প্রকল্পে রাজ্যের প্রান্তিক মানুষকে কাজ দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নবান্ন। বুধবার অর্থাৎ গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে যার জড়িত তাঁদের আয়ের ধারা বজায় রাখতে তাঁদের সরকারি বিভিন্ন কাজে যুক্ত করা হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই রাজ্যের সব জেলাই পঞ্চায়েত দফতরের সঙ্গে সমন্বয় রেখে ওই সব জবকার্ড হোল্ডারদের নামের তালিকা তৈরি করতে শুরু করেছে। ঘটনাচক্রে বৃহস্পতিবারও ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন ‘একশো দিনের কাজের টাকা পাচ্ছি না’, গঙ্গাসাগর থেকে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পলিটিক্স না করে আগে একশো দিনের টাকা দিক কেন্দ্র। গরীব মানুষগুলো কাজ করেছে। দীর্ঘ দিন ধরে তাঁদের বকেয়া বাকি আছে। এটা ভাববেন না কেন্দ্র কোনও দয়া করছে। এখান থেকে কেন্দ্রীয় সরকার জিএসটি তুলে নিয়ে যায়। জিএসটি মানে সব সেন্ট্রাল ট্যাক্স। এখন একটাই ট্যাক্স। রাজ্য কোনও ট্যাক্স বসায় না। কেন্দ্র রাজ্য মিলে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে কাস্টমস ট্যাক্স থেকে শুরু করে সমস্ত ট্যাক্স নেওয়া হয়। জিএসটির কমপেনসেসন সেটাও আমরা পাইনি। যে ট্যাক্স তুলে নিয়ে যায়, তাতে আমাদের ভাগের যে টাকাটা আমাদের দেয়, এটা দয়া করে না। আর কতবার ১০০ দিনের কাজের টাকা চাইতে হবে কেন্দ্রের কাছে?’