নিজস্ব প্রতিনিধি: ফের একধাক্কায় বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। সপ্তাহের শুরুর দিনে যেখানে ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন, মঙ্গলবার সংখ্যাটা বেড়ে হল ৭০৮। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় কিছুটা কমল কোভিডে মৃত্যুর সংখ্যা। সোমবার রাজ্যে মৃত্যু হয়েছিল ১৫ জনের। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১৩ জন।
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যের ১৪৭টি ল্যাবরেটরিতে ৩৬ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করানো হয়। তার মধ্যে ৭০৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৬৭ হাজার ৫৭৩। শনাক্তের হার কিছুটা বেড়ে হল ১ দশমিক ৯৩ শতাংশ।
দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু অবশ্য কিছুটা কমল আগের দিনের তুলনায়। একদিনে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছে ১৩ জন। যার ফলে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনার বলি হলেন ১৮ হাজার ৭৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। ওই দুই জেলায় একদিনে মারা গিয়েছেন ৩ জন করে। নদিয়া ও পূর্ব মেদিনীপুরে ২ জন করে প্রাণ হারিয়েছেন। তবে মৃত্যুশূন্য দিন পার করল দক্ষিণ ২৪ পরগনা।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৯৩ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ১৫ লক্ষ ৪১ হাজার ২২৩ জন। সুস্থতার হার বেড়ে হল ৯৮ দশমিক ৩২ শতাংশ। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৭ হাজার ৫৮৬।