27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:08 am
নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: পাকিস্তানি চর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল। এসটিএফ (STF) সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গুড্ডু কুমার। সে বিহারের বাসিন্দা। গত দুই বছর ধরে এনজেপি এলাকায় টোটো চালাছিল সে। অভিযোগ, সেনাবাহিনীর(Drfence) তথ্য সহ এনজেপির বিভিন্ন তথ্য পাকিস্তানে পাঠাত ওই ব্যক্তি। সেই খবর যায় এসটিএফের কাছে। ঘটনার তদন্ত করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এসটিএফ। ধৃতকে জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court)পেশ করে ১৪ দিনের জেল হেফাজতে নেওয়া হয়।
জানা গিয়েছে, ধৃত গুড্ডু কুমার বিহারের অংকের শিক্ষক ছিল। এখানে এসে পাকিস্তানের চরের কাজ করত। এর বিনিময় পাকিস্তান থেকে টাকা পেত। প্রসঙ্গত, ছয় মাস আগে কালিম্পং থেকে পাকিস্তানি চর সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে এই ব্যক্তির কোনও যোগাযোগ আছে কী না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।গুড্ডু কুমার বিহারের বাসিন্দা, গত দুবছর থেকে শিলিগুড়িতে (Siliguri) একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন ।
পেশায় টোটো(TOTO) চালক এই ব্যক্তিকে গতকাল পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়। এনজিপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে এস টিএফ।এদিকে শিলিগুড়ি থেকে আইএসআই এজেন্ট গ্রেপ্তার হওয়ার পর টুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উপড়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । তিনি অভিযোগ করেন, মালদা ,নদিয়া, মুর্শিদাবাদ পেরিয়ে ভুটান ও নেপাল সীমান্তের কাছাকাছি শিলিগুড়িকে এবার টার্গেট করেছে জঙ্গি ও গুপ্তচররা। রাজ্য সরকার এইসব জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত ভূমিকা গ্রহণ করছে না বলে টুইটে সমালোচনা করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদিও এই গুপ্তচরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এস টি এফ।