এই মুহূর্তে




স্কুলের ভিতরেই হাতাহাতি শিক্ষকদের, আক্রান্ত এক শিক্ষিকা




নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুলের পরিচালন সমিতির বৈঠকে আক্রান্ত শিক্ষিকা (Teacher) । দেড়শো বছরের পুরোনো জলপাইগুড়ি জেলা স্কুলে (Jalpaiguri Zilla School) শিক্ষকদের কোন্দল। সেটা মেটাতে ময়দানে নামতে হয়েছে মহকুমা শাসককে। স্কুল পরিচালন কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের আগে বসেছিল বৈঠক। সেই বৈঠকে হাজির ছিলেন শিক্ষকরা। আচমকাই কোনও একটি ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় শিক্ষকদের মধ্যে হাতাহাতি। শিক্ষকদের হাতাহাতি থামাতে গিয়ে আক্রান্ত হন এক শিক্ষিকা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত শিক্ষকদের কোন্দল মেটাতে ময়দানে নামতে হয়েছে মহকুমা শাসককে।

জানা গিয়েছে, পরিচালন কমিটির শিক্ষক প্রতিনিধির মনোনয়ন জমা দেওয়া নিয়ে  ঘিরে বৈঠক চলাকালীন শিক্ষকদের মধ্যে হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন এক শিক্ষিকা। ওই ঘটনার জেরে জেলা প্রশাসন ও শিক্ষা দফতরে অভিযোগ জমা পড়েছে। তারই পরিপ্রেক্ষিতে স্কুলে আসেন হাজির হন এসডিও তমোজিৎ চক্রবর্তী (Tamajit Chakraborty)। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধান শিক্ষকের পাশাপাশি সহ শিক্ষকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি। কিন্তু এই বিষয়টি নিয়ে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে কোনও কথা বলেননি প্রধানশিক্ষক বা মহকুমাশাসক। স্কুলের সমস্যা নিয়ে তাঁরা মুখে কুলুপ এঁটেছেন।

প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই জানিয়েছেন, একটা সমস্যা হয়েছিল। বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে চাননা। মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, ছোটোদের স্কুল। অনেক পুরনো স্কুল। সেখানে আসা যেতেই পারে। কিন্তু শিক্ষকদের হাতাহাতি প্রসঙ্গে কোনও কথা বলেননি তাঁরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

বৌভাতের দিন প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা, হুলুস্থুল কাণ্ড, বচসা, হাতাহাতি

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

জঙ্গিসন্দেহে মেমারি থেকে ২ জনকে গ্রেফতার করল STF

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ