এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সুস্পষ্ট নিম্নচাপ হিসাবেই বাংলায় পা রাখবে জাওয়াদ

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে প্রথমে সুস্পষ্ট নিম্নচাপ এবং তারপরে দুই দফায় অতি গভীর নিম্নচাপ ও শেষে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছিল জাওয়াদ। তাকে ঘিরেই বিগত দুই দিন ধরে কার্যত ত্রাহি মাম ত্রাহি মাম দশা হয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলার কয়েক লক্ষ বাসিন্দাদের মধ্যে। তবে সেই জাওয়াদ এখন কিন্তু ক্রমশই তার অপমৃত্যুর দিকেই এগিয়ে চলেছে। ইতিমধ্যেই সেই জাওয়াদ ঘূর্ণিঝড়ের তকমা হারিয়ে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। রবি বিকালে তার অবস্থান পুরী থেকে ৭০ কিলোমিটার দূরে। তবে সেই স্থলভাগে ঢুকছে না। নীলাচলের খুব কাছে এসেও সে উপকূল ধরে উত্তর-পূর্বে এগোতে শুরু করে দেবে। সোমবার সকালে বা দুপুরে সে হাজির হবে বাংলার উপকূলে। তবে তারও আগে এদিন সন্ধ্যাতেই সে পরিণত হবে গভীর নিম্নচাপ হিসাবে। কাল যখন সে বাংলার বুকে সুন্দরবন এলাকায় পা রাখবে তখন সে নিছকই এক সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তার জেরে বাংলায় ঝড়ের কোনও সম্ভাবনা থাকছে না। তবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝরবে বৃষ্টি। শনিবার থেকে তা শুরুও হয়ে গিয়েছে। রবিবার তা সারাদিন রাত ধরে চলবে।

এদিন আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়েছে, পুরী থেকে ক্রমশই বাংলার দিকে এগোবে জাওয়াদ। তার জেরে ঝড়ের আশঙ্কা না থাকলেও ভারী বৃষ্টির মুখ দেখবে বাংলা। এদিন সন্ধ্যার মধ্যেই সে শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর উপকূলের সমান্তরালে উত্তর ও উত্তর পূর্ব দিক ধরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে সে। রবিবার মধ্যরাতেই সে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেই হিসাবেই আগামিকাল সে পা রাখবে সুন্দরবনে। এর প্রভাবে এদিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাগর ও সব নদীতে জলস্ফীতির ঘটনা ঘটেছিল। যদিও দুপুরে তা অনেকটাই শান্ত হয়ে যায়। তবে রবিবার সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি ঝরে চলেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের দাবি রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। সোমবার দুই ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এদিন ও আগামিকাল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৫০কিমি বেগে ঝোড়ো হাওয়া দেবে। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করে দেবে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের, তাপ প্রবাহে সুস্থ থাকার টোটকা রথীনের

তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ

তাপপ্রবাহে স্বস্তি পেতে ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর