27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:25 pm
নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: দীর্ঘ ১০ দিনের অবসান ঘটিয়ে ঝাড়গ্রামে মাছ ব্যবসা ফের শুরু করল মৎস্য ব্যবসায়ীরা। গত ২০ তারিখ থেকে ঝাড়গ্রাম জুবলি মার্কেটে (Jhargram Jubli Market) মৎস্য ব্যবসায়ীরা মাছ বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছিল। তাদের যে সমস্যা নিকাশি নালা এবং জমে থাকা জল পরিষ্কার করার দাবিতে বিভিন্ন জায়গায় ডেপুটেশন এবং আন্দোলন করে কোন সুরাহা না হওয়ায় তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য মৎস্য ব্যবসা বন্ধের ডাক দিয়েছিল।
সে ক্ষেত্রে ঝাড়্গ্রাম জেলা সহ ঝাড়গ্রাম পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডেও (Jharkhand) মাছ ব্যবসা বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। সমস্যা দেখা দিয়েছিল হাসপাতাল, জেলখানা সমস্ত সরকারি দফতরে। যার ফলে ঝাড়গ্রাম পৌরসভা (Jhargram Municipality) এবং ঝাড়গাম জেলা প্রশাসন তৎপর হয় তাদের সমস্যার সমাধানে। জুবলী মার্কেটে মাছ বাজারের কাজ শুরু হলেও পুরোপুরি সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি।
মৎস্য ব্যবসায়ীরা আশাবাদী আগামী পাঁচ দিনের মধ্যে তাদের কাজ শেষ হয়ে যাবে। তখন তারা মাছের বাজারে (Fish Market) বসাতে সক্ষম হবেন ।কিন্তু সাধারণ মানুষেকে যাতে আর সমস্যায় পড়তে না হয় তার জন্য অস্থায়ীভাবে মাছ ব্যবসা শুরু করল জুবলি মার্কেটের মৎস্য ব্যবসায়ীরা। তাতে খুশি ঝাড়্গ্রাম জেলা সহ ঝাড়গ্রাম জেলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সমস্ত সাধারণ মানুষ। রবিবার সকাল থেকে মাছ বাজারে উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়। ক্রেতা থেকে বিক্রেতা সকলের মুখে হাসি ফুটেছে।