এই মুহূর্তে




Social Media ব্যবহারের ক্ষেত্রে Kolkata Police’র আচরণবিধি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: নয়া আচরণবিধি(Code of Conduct) লাগু হল Kolkata Police’র কর্মী থেকে আধিকারিকদের জন্য। আর এই আচরণবিধি আনা হয়েছে Social Media ব্যবহারের ক্ষেত্রে। জানানো হয়েছে, এবার থেকে WhatsApp, Facebook, Twitter, Signal’র মতো Social Media ব্যবহারের ক্ষেত্রে জারি হওয়া নয়া আচরণবিধি বাহিনীর সবাইকে মেনে চলতে হবে। ওই আদর্শ আচরণবিধিতে বলা হয়েছে, Social Media-য় অফিশিয়াল বিষয় জানানো যাবে না। কোনও পুলিশকর্মী বা আধিকারিক এই নিয়ম না মানলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে লালবাজার। স্বভাবতই লালবাজারের এই নির্দেশ ঘিরে নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, কলকাতা পুলিশের কিছু কর্মী তথা আধিকারিক Social Media ব্যবহারের ক্ষেত্রে এমন কিছু কাজ করে বসছেন যার জেরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে গোটা বাহিনীকে। সেই সম্পর্কে অভিযোগ গিয়ে পৌঁছেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাছেও। কেননা তিনিই রাজ্যের পুলিশমন্ত্রী। কার্যত তাঁর কাছ থেকেই তাই কলকাতা পুলিশের কর্মী ও আধিকারিকদের জন্য নয়া আদর্শ আচরণবিধি তৈরির নির্দেশ এসেছিল ওই সব অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে। তারপরেই বিষয়টি নিয়ে উদ্যোগী হয় লালবাজার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখন শুধুমাত্র কলকাতা পুলিশের জন্য এই আদর্শ আচরণবিধি লাগু করা হলেও আগামী দিনে তা রাজ্যের সব পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশের প্রশাসনের ক্ষেত্রেও লাগু হবে। সেখানকার কর্মী ও আধিকারিকদের জন্যও ওই আচরণবিধি লাগু হবে যা সবাইকে মেনে চলতে হবে। না মানলেই সেই কর্মী বা আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করবে বাহিনীর শৃঙ্খলারক্ষাকারী কমিটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

শেষ দিনেও এসআইআর ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনড় অবস্থান

দু’জায়গায় ভোটার কার্ড , ২বার SIR ফর্ম জমা করতে গিয়ে ধরা পড়ায় BLO ‘কে গালমন্দ, থানায় অভিযোগ দায়ের

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ