এই মুহূর্তে




ফিরহাদকে নিয়ে বিতর্কিত পোস্ট, কুণালের আক্রমণের পরে পাল্টা পোস্ট মীনাক্ষীর

Courtesy - Twitter and Facebook

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার বিকাল থেকে ফেসবুকে(Facebook) একটি ছবি ও পোস্ট ঘুরতে শুরু করেছে। কিছু কিছু ক্ষেত্রে স্ক্রিনশটও ঘুরছে। সেখানে খুবই বিতর্কিত ভাবে এবং অপমানজনক ভাবে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) এবং সংখ্যালঘু সমাজকে তুলে ধরা হয়েছে। সেই ছবি ও বিতর্কিত মন্তব্য পোস্ট করা হয়েছে বাম যুব সংগঠন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের(Meenakshi Mukherjee) নামে। সেখানে মীনাক্ষীর ছবি দেওয়া হলেও খালি পদবির জায়গায় মুখোপাধ্যায়ের জায়গায় মুখার্জি লেখা আছে। সেই পোস্ট ঘিরে রাজ্যের সব জেলায় সংখ্যালঘু সমাজে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই সেই পোস্টের বিরুদ্ধে রাস্তা অবরোধ থেকে শুরু করে মীনাক্ষীর কুশপুত্তলিকা পর্যন্ত জ্বালানো হচ্ছে। ঘটনার জেরে এদিন সকালে ওই পোস্টের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh)। পরে বেলার দিকে মীনাক্ষী জানান, যে প্রোফাইল থেকে ওই বিতর্কিত পোস্ট করা হয়েছে তা তাঁর নয়। ঘটনা হচ্ছে মীনাক্ষী এখন যে সাফাই দিন না কেন, রাজ্যের সংখ্যালঘু সমাজ এখন বামেদের ওপর চরম ক্ষুব্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন, অনিকেতের ‘Notorious Criminal’র খেসারত গুনবেন এবার দেবাশিষরা, এল নয়া সংগঠন

এদিন সকালে কুণাল এই বিতর্কিত পোস্টের বিরুদ্ধে ট্যুইট করে আক্রমণ শানেন মীনাক্ষীকে। সেখানে তিনি লেখেন, ‘ছিঃ মীনাক্ষী। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তার ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য। এই পোস্ট অবিলম্বে ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিতে পেরে না উঠলেই এমন বিকৃতি আসে। এই প্ররোচনামূলকভাবে কোনও ধর্মকে অপমান করা ঘোরতর অন্যায়। তবে, সিপিএম তো, এরকমই মানসিকতা স্বাভাবিক।’ মীনাক্ষী সরাসরি কুণালের ওই আক্রমণের জবাব দেননি। খালি জানিয়েছেন, ‘যা ভুয়ো তাকে গুরুত্ব না দেওয়াই উচিত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা এই ভুয়ো পোস্ট করে তাদের স্বরূপ চিনে নেওয়া দরকার।’ এরপরে পরেই মীনাক্ষী নিজে ফেসবুকে তাঁর বক্তব্য তুলে ধরেন। সেখানে তিনি বোঝাতে চান যে, ভাইরাল হওয়া পোস্টটি তাঁর নয়, সেটি ভুয়ো। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্ট করেছে।  

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতির Middleman প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

মীনাক্ষী এদিন ফেসবুকে করা তাঁর পোস্টে লেখেন, ‘আমার নিজস্ব ফেসবুক একাউন্ট Minakshi Mukherjee (https://www.facebook.com/minakshi.mukherjee.108) এবং ফেসবুক পেজ Minakshi Mukherjee-Official( https://www.facebook.com/minakshimukerjee) একটি এক্স হ্যান্ডেল (টুইটার) একাউন্ট (Minakshi Mukherjee @MinakshiMukher8) এছাড়া আমার কোন ফেসবুক একাউন্ট, ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল (টুইটার) একাউন্ট নেই। কিন্তু এর বাইরেও আমার নাম ও ছবি ব্যবহার বিভিন্ন ফেসবুক পেজ ও টুইটার একাউন্ট সামাজিক মাধ্যমে অন্য একাউন্ট থাকলেও থাকতে পারে। এই সমস্ত অ্যাকাউন্ট যারা পরিচালনা করছেন বা পোস্ট করছেন, সেই প্রসঙ্গে আমার কোন ভূমিকা নেই। বা কোনো ধরণের পোস্ট সম্পর্কে আমি অবগত নই।’ আরও মজার বিষয়, গোটা ঘটনা নিয়ে যখন রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোর চলছে তখন মীনাক্ষী গোটা ঘটনাটি নিয়ে পুলিশের দ্বারস্থ হতে চাইছেন না। তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিতর্কিত ও ভুয়ো পোস্ট করা হলেও তিনি তা নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ জানাতে চাইছেন না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

শেষ দিনেও এসআইআর ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনড় অবস্থান

দু’জায়গায় ভোটার কার্ড , ২বার SIR ফর্ম জমা করতে গিয়ে ধরা পড়ায় BLO ‘কে গালমন্দ, থানায় অভিযোগ দায়ের

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ