এই মুহূর্তে




একবালপুরের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র-কার্তুজ উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: একবালপুরের একটি ফ্ল্যাটে অতর্কিতে হানা দিয়ে কলকাতা পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। কালী পূজার পরের দিন নির্দিষ্ট খবরের ভিত্তিতে একবালপুর থানায়(Ekbalpur P.S.) এলাকার ১২/১/এইচ/৭ এম এম আলী রোডে একটি ফ্ল্যাটে সাদা পোশাকে হানা দেয় পুলিশ। ওই ফ্ল্যাট এর মধ্যে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে এই রকমই খবর ছিল পুলিশের কাছে। ওই ফ্ল্যাটে মহম্মদ শাহবাজের কাছ থেকে উদ্ধার হয় চারটি দেশি সিঙ্গেল শটার, একটি নাইন এমএম পিস্তল, চারটি দেশি নাইন এমএম পিস্তল ,১০ টি নাইন এমএম পিস্তলের গুলি, নটি রাইফেলের গুলি, তিনটি রাইফেলের কার্তুজ, দুটি লোহার তৈরি চপার এবং একটি লোহার তৈরি ছুরি।

এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ওই ফ্ল্যাটে মোঃ শাহাবাজ(Md Sahbaj) (৩০) কেন মজুদ রেখেছিল তার সদুত্তর সে দিতে পারেনি। মাত্র ৩০ বছর বয়সের ওই যুবক কোন অপরাধের সঙ্গে যুক্ত কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। আপনি অস্ত্র গুলির কোন বৈধ লাইসেন্স বা অনুমতি পত্র তার কাছে নেই। মঙ্গলবার সন্ধ্যে ছটা নাগাদ দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তাকে গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ। রাজ্যজুড়ে যখন সর্বত্র শ্যামা পুজা ও দীপাবলীর উৎসব চলছে সেই সময় এই ব্যক্তি নিজের ফ্ল্যাটে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুদ করে কি ধরনের অপরাধের ছক কষে ছিল তা পুলিশ খতিয়ে দেখছে।

এই চক্রে আর কারা যুক্ত আছে তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৫/১ (এ) ১ (বি) ,(এ) ধারায় বেআইনি অস্ত্র মজুদ রাখার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ধৃত যুবক এর আগে কি ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাও পুলিশ খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে ফ্ল্যাটটি সিল করে দিয়েছে কলকাতা পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল, জানিয়ে দিল সংসদ

বিজেপিকে ‘বাংলা বিরোধী জমিদার’ বলে তোপ শশী পাঁজার

হাইকোর্টে জোর ধাক্কা খেয়ে বিপাকে অর্জুন সিং, তদন্তের মুখে বিজেপি নেতা

পার্ক স্ট্রিটের হোটেল রুমে বক্স খাটের ভিতরে যুবকের দেহ, হাড়হিম করা কাণ্ড

SSC: ইন্টারভিউ প্রক্রিয়ায় বড় বদল, দ্রুত শিক্ষক নিয়োগ করতে তৎপর রাজ্য

পায়ের কাছে ফাটল বোম, প্রতিবাদ করতেই মহিলাকে রাস্তায় ফেলে মারধর, শ্লীলতাহানি, ত্রস্ত গড়িয়ার দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ