এই মুহূর্তে




প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল, অভিজিতের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Ex Justice Avijit Gangopdhay) চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন তা খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল রইল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ হল ৯ বছর পর চাকরি চলে গেলে পরিবারের ওপর প্রভাব পড়বে।

আদালত এই রায় দেওয়ার আগে পর্যবেক্ষণ করতে গিয়ে বলে, এতদিন যারা চাকরি করেছেন সেই বত্রিশ হাজার শিক্ষক এবং তাদের পরিবারের কথা ভেবে আদালত চাকরি বাতিল করছে না। দুর্নীতি হয়েছে এ কথা মেনে নিয়ে এতগুলো পরিবারের কথা ভেবে চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ করল আদালত। ফলে ৩২ হাজার চাকরি প্রার্থীর চাকরি যাচ্ছে না। এদিন রায় পড়েন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। বুধবার দুপুর ২টো বেজে ২৪ মিনিটে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র এজলাসে উঠে এই রায় দেওয়ার প্রক্রিয়া শুরু করেন।এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেওয়ার সময় বলে, কিছু নিয়মে অনিয়ম হয়েছে।

কিন্তু তার জন্য সবার চাকরি বাতিল করা উচিত বলে মনে করছে না আদালত। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, প্রাথমিক স্কুলের ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে প্রায় ৪২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়াতে বেনিয়মের অভিযোগ সামনে এসেছিল। এরপর ২০২৩ সালের মে মাসের ১২ তারিখ ওই মামলার রায় ঘোষণা করেছিলেন তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি হারিয়েছিলেন ৩২ হাজার প্রশিক্ষণহীন শিক্ষক। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা স্কুলে যাবেন। তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক কি বাড়ছে? মালদা থেকে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

সিঁথিতে গাড়ি রাখা নিয়ে বচসা, রিভলবার থেকে গুলি ছুঁড়লেন অটোচালক

‘‌দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি, মানুষ ক্ষমা করবেন না’‌, স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

খাগড়াগড়ের পর নাশকতার চেষ্টা কলকাতাতেও, ৫ জেএমবি জঙ্গিকে দোষী সাব্যস্ত করল আদালত

তৃণমূলের আনা অভিযোগ খতিয়ে দেখার কাজ কতদূর, CEO দফতরের কাছে জবাব তলব কমিশনের

সোনালি খাতুনকে ভারতে ফেরানোর নির্দেশ শীর্ষ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ