এই মুহূর্তে




হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বসল QR Code যুক্ত গেট

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই শেষেই সম্পূর্ণ হতে চলেছে East West Metro Rail প্রকল্পের পশ্চিম অংশের কাজ। হাওড়া ময়দান(Howrah Maidan) থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে যাত্রী পরিষেবা শুরুর লক্ষ্যে দিনরাত কাজ করছেন মেট্রো কর্মীরা। এবার হাওড়া ময়দান স্টেশনকে যাত্রী পরিষেবার জন্য একেবারে প্রস্তুত করার কাজ শুরু হল। East West Metro Rail প্রকল্পের পশ্চিমদিকের প্রান্তিক স্টেশনের কনকোর্স লেভেলে বসানো হল Automatic Fare Collection and Passenger Control বা AFCPC Gate। মেট্রো স্টেশনের ঢোকা বেরনোর পথে এই গেটের মাধ্যমেই যাত্রীরা Smart Card বা Token’র মাধ্যমে ভাড়া মেটাবেন। স্টেশনে মোট ৮টি AFCPC গেট বসছে। যার মধ্যে দু’টি গেট বরাদ্দ থাকবে বিশেষভাবে সক্ষমদের জন্য। গেটগুলি চালু হয়ে গেলে মিনিটে ৪৫ জন যাত্রী তা ব্যবহার করতে পারবেন। গেটগুলিতে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে QR Code স্ক্যানার যুক্ত রয়েছে। যার মাধ্যমে যাত্রীরা টোকেন স্ক্যান করে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে ঢুকতে বেরতে পারবেন।      

আরও পড়ুন বেহালার দুর্ঘটনার ঘাতক লরি আটক সাঁতরাগাছিতে

অন্যদিকে জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকেই গঙ্গার নীচ দিয়ে যাত্রীদের নিয়ে ছুটবে মেট্রো রেল। দেশের মধ্যে কোনও নদীর তলা দিয়ে এই প্রথম মেট্রো রেল দৌড় দেবে। চলতি বছরের শেষেই সেই ইতিহাস গড়তে এখন পুরোদমে কাজ চলছে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান শাখার মেট্রো পথে। সাজছে বিভিন্ন স্টেশন। এই মহূর্তে হাওড়া ময়দান স্টেশনে AFCPC গেট বসানোর কাজ চলছে জোরদকমে। মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে অধিকাংশ স্টেশন তৈরির কাজ প্রায় সম্পূর্ণ। এই মুহূর্তে বৈদ্যুতিক কাজ, সৌন্দর্যায়নের কাজ চলছে জোরদকমে। সেই কাজও প্রায় শেষের পথে। চলতি বছরের শেষেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে এই বহুপ্রতীক্ষিত মেট্রো পরিষেবা। গঙ্গার তলা দিয়ে সহজেই হাওড়া থেকে কলকাতায় পৌঁছনো যাবে।  

আরও পড়ুন খাগড়াঘাটে গড়ে উঠবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন

হাওড়া ময়দান স্টেশনে ৮টি AFCPC গেট বসানো হচ্ছে। ব্যস্ত সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে ৪টি গেট থাকছে দ্বিমুখী। এই ৪টি দ্বিমুখী গেটের মধ্যে দু’টি দিয়ে হুইলচেয়ার নিয়ে যাওয়া যাবে। সাধারণ যাত্রীরাও ওই দু’টি গেট ব্যবহার করতে পারবেন। বাকি ৪টি গেটে ব্যবহার করা হবে যাত্রীদের প্রবেশ এবং প্রস্থানের জন্য। এই গেটগুলি দিয়ে প্রতি মিনিটে ৪৫ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। মেট্রোর Smart Card বা Token’র ব্যবহার করতেও পারবেন যাত্রীরা। গত ১২ এপ্রিল প্রথম বার গঙ্গার তলা দিয়ে মেট্রোর পরীক্ষামূলক দৌড় বা Trial Run সম্পন্ন করা হয়। সেই প্রথম এই দেশে কোনও নদীর নীচ দিয়ে ছুটেছিল মেট্রো। তবে সব ঠিক থাকলে এই বছরের শেষেই ইতিহাসের সাক্ষী হবেন শহরবাসী।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া ময়দান থেকে সেক্টর V মেট্রোর সূচীতে বদল, কখন ছাড়বে শেষ মেট্রো?

ফর্ম পাননি অনেকে, কমিশনের কাছে ফর্ম বিলির সময়বৃদ্ধির আর্জি

রবির সকালে ফের আগুন, জ্বলছে চাঁদনি চকের সিএসসি’র অফিস

২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ! আরও নামবে তাপমাত্রা

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দেওয়ার অপরাধে ৮ BLO-কে শোকজ, অভিযোগ জানতে হেল্পলাইন চালু কমিশনের

বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান মমতা-সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ