এই মুহূর্তে




‘নিজের গোটা জীবনকে সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে’, লিখলেন মুখ্যমন্ত্রী

Courtesy - Facebook and Twitter

নিজস্ব প্রতিনিধি: কালিঘাটের(Kalighat) বাড়ি থেকে বেড়িয়ে নবান্নে(Nabanna) নিজের কার্যালয়ে যাওয়ার পথে রাস্তায় ঠান্ডায় জবুথবু হয়ে থাকা সাফাই কর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি নবান্নে যাওযার পথে রাস্তায় সাফাই কর্মীদের(Cleaning Workers) দেখেন মুখ্যমন্ত্রী। তারপরেই গাড়ি থেকে নেমে ওই গরিব মানুষদের হাতে কম্বল তুলে দেন তিনি শীতের সকালে খোদ মুখ্যমন্ত্রীর গাড়ি থামতে দেখে যারা রীতিমত হকচকিয়ে গিয়েছিলেন তাঁরাই কম্বল হাতে পেয়ে বেশ খুশি হয়ে যান মুহুর্তের মধ্যে। সেই ঘটনা নিয়ে এদিন নবান্নে এসে নিজের ফেসবুক(Facebook) পেজেও লেখেন মুখ্যমন্ত্রী।  

সেখানে তিনি জানান, ‘প্রতিদিনের মতো, আজও বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে সাফাই কর্মীদের দেখে আমার কষ্ট হচ্ছিল। এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয়ে বেদনার সঞ্চার করে। তাঁরা আমার এই শহর তথা রাজ্যকে পরিষ্কার রাখে। তাই আজ, নবান্ন যাওয়ার সময় সেই সকল মানুষের হাতে তুলে দিলাম কম্বল। আমার নিজের সাধ্যমত সর্বদা সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর। আমার রাজ্যের যে-কোনো প্রান্তে কোনও একজন মানুষও যদি দুঃখে-কষ্টে থাকে, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক। জনসেবা করার জন্যই নিজের গোটা জীবনকে সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে। তাঁরা ভালো থাকলেই আমার ভালো থাকা। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

বরাবরই সমাজের প্রান্তিক মানুষের পাশে থাকেন বাংলার অগ্নিকন্যা। সব সময়ই তিনি যেমন মাটির কাছাকাছি থাকতে ভালবাসেন তেমনি বরাবরই সব নিয়মনীতি ভেঙে বার বার মানুষের কাছে গিয়ে পৌঁছে যান। ৭বারের সাংসদ, তিনবারের কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী হয়েও তাঁর অত্যন্ত সরল জীবনযাপন সারা দেশের কাছে একটা উদাহরণ। সাধারণ মানুষের সমস্যা নিয়ে তিনি সর্বদা ভাবিত। সেই কারণে ঠাণ্ডায় রাস্তা কাজ করা মানুষের হাতে তিনি এদিন তুলে দিয়েছেন কম্বল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

শেষ দিনেও এসআইআর ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনড় অবস্থান

দু’জায়গায় ভোটার কার্ড , ২বার SIR ফর্ম জমা করতে গিয়ে ধরা পড়ায় BLO ‘কে গালমন্দ, থানায় অভিযোগ দায়ের

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ