এই মুহূর্তে




সিঁথিতে গাড়ি রাখা নিয়ে বচসা, রিভলবার থেকে গুলি ছুঁড়লেন অটোচালক

নিজস্ব প্রতিনিধি: অটো চালকের পকেটে রিভলবার। অটো রাখা নিয়ে গোলমাল। তার জেরে পকেট থেকে রিভলবার বের করে ভয় দেখাতে শূন্যে এক রাউন্ড গুলি ছুঁড়লেন অটোচালক(Auto Driver)। সিঁথি থানার(Sinthi P.S.) অন্তর্গত সেভেন ট্যাঙ্ক এলাকায় মঙ্গলবার রাতে এক ব্যক্তি বাড়ির সামনে দরজা আটকে অটো রাখা হয়। তিনি তার প্রতিবাদ করেন। শুরু হয় বচসা। অভিযোগ অটো সরাতে গেলে গন্ডগোল শুরু হয়। এরপর অটোচালক পকেট থেকে রিভলবার বের করে শূন্যে গুলি ছোড়েন। এই ঘটনার পর অটোচালক পলাতক। পুলিশ তাকে খুঁজছে। অটোচালকের কাছে রিভলবার কোথা থেকে এল তা পুলিশ খতিয়ে দেখছে। পলাতক অটোচালক কোন দুষ্কৃতীদের দলের সঙ্গে যুক্ত কিনা তা তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছে।

সম্প্রতি বরানগরে(Baranagar) এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছিল। পেশায় পরিবহন কর্মী ওই ব্যক্তির নাম ছিল বিকাশ মজুমদার। তিনি সরকারি বাসের কন্ডাকটর। বরানগর বাস ডিপোতে তিনি যখন ছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছড়া হয় বলে অভিযোগ মোটরসাইকেলে করে দুজন দুষ্কৃতি এসে গুলি ছুঁড়ে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে(Belhjaria Express Way) ধরে পালিয়ে যায়। সেই অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ। ওই ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

তদন্তে উঠে আসে যে এর পেছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এছাড়া বরানগরে এক শূন্য ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি করে খুন করা হয় বরানগর, সিঁথি এইসব এলাকায় ক্রমাগত আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে সাধারণ মানুষ অভিযোগে সরব হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। প্রকাশ্যে বারবার গুলি ছোড়ার ঘটনায় সাধারন মানুষ আতঙ্কিত। মঙ্গলবার রাতে অটো চালকের রিভলভার থেকে গুলি ছোড়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল, অভিজিতের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের

লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক কি বাড়ছে? মালদা থেকে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

‘‌দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি, মানুষ ক্ষমা করবেন না’‌, স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

খাগড়াগড়ের পর নাশকতার চেষ্টা কলকাতাতেও, ৫ জেএমবি জঙ্গিকে দোষী সাব্যস্ত করল আদালত

তৃণমূলের আনা অভিযোগ খতিয়ে দেখার কাজ কতদূর, CEO দফতরের কাছে জবাব তলব কমিশনের

সোনালি খাতুনকে ভারতে ফেরানোর নির্দেশ শীর্ষ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ