এই মুহূর্তে




দু’জায়গায় ভোটার কার্ড , ২বার SIR ফর্ম জমা করতে গিয়ে ধরা পড়ায় BLO ‘কে গালমন্দ, থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি: দুটো ভোটার কার্ড। দুজায়গায় ফর্ম জমা।সাউথ সিটিতে বিএলওকে গালমন্দ।যাদবপুর থানায়।অভিযোগ দায়ের।দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ১০৫ নম্বর পার্ট ও  রাসবিহারি বিধানসভার সাউথ সিটির ২৫৯ পার্টে একইদিনে দুটো জায়গাতেই এনুমারেশন ফর্ম জমা করছেন এক ভোটার।প্রথমে বালিগঞ্জ পরে সাউথ সিটিতে ফর্ম জমা করতে গিয়ে ২৫৯ পার্টের বিএলও মুনমুম দত্তের(BLO Munmun Dutta) হাতে ধরা পড়েন তিনি।

তারপর বিএলওকে বালিগঞ্জের এনুমারশেন ফর্ম জমা দেওয়া কথা না জানিয়ে উপরন্তু বলা হয়েছে সাউথ সিটিতে ফর্ম জমা নিতে। বিএলও(BLO) ফর্ম না নিতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই মহিলা ভোটার এমনটাই অভিযোগ। বিএলও মুনমুন দত্ত যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার বিরুদ্ধে৷অভিযুক্তের দাবি, বিএলও তাঁর সঙ্গে দুর্বব্যবহার করে এবং তার নাম অযথা বাদ দেয়।আমাকে যদি সাউথ সিটিতে ফর্ম জমা নিত তাহলে আমি বালিগঞ্জে জমা করতাম না।

দুজায়গার ভোটার আছে স্বীকার করে নিলেন নিজেই।তিনি বলেন, সাউথ সিটিতে ফর্ম নিলে বালিগঞ্জ নাম কেটে নিতাম। আমি এটাই চেয়েছিলাম। বিএলও নেয়নি৷ ৬ নম্বর ফর্ম ফিলআপ কেন করব? যা করার আছে করে নিক হুমকির সুরে দাবির ঐ ভোটারের। পুলিশ এই অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে। BLO ‘ র পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি তিনি কমিশনের দৃষ্টিগোচর করবেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কমিশনের আধিকারিকরা।কিন্তু প্রকাশ্যে BLO কে গালমন্দ করা এবং হুমকি দেওয়া অপরাধ। নির্বাচনের কাজে যুক্ত থাকা কোন ব্যক্তির সঙ্গে এই ধরনের আচরণ করা হলে সে ক্ষেত্রে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়। এই অভিযোগ পাওয়ার পর তাই তৎপর হয়ে উঠেছে যাদবপুর থানা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

শেষ দিনেও এসআইআর ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনড় অবস্থান

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

ব্রিগেডে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠের পর এবার কংগ্রেসের ডাকে সংবিধান পাঠ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ