এই মুহূর্তে

তপসিয়ায় সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি : তপসিয়ায় ভয়াবহ আগুন (Fire)। সোফা তৈরির কারখানায় আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়েছে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। কারখানার পাশের গ্যারেজেও ছড়িয়ে পড়েছে আগুন। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। দমকল ইতিমধ্যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাকি আগুন নেভানোর কাজ চলছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।

শুক্রবার দুপুরে তপসিয়া রোডে একটি সোফা তৈরির কারখানায় আশঙ্কায় আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে প্রথমেই দমকলে খবর দেওয়া হয়। ঘটনার খবর কি আগুন নিভাতে সেখানে পৌঁছে যায় প্রথমে পাঁচটি ইঞ্জিন। পরে আরো বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভাতে গিয়েছে। দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। গল গল করে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহীর্তের মধ্যে।

দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে তাঁদের। আগুন যাতে আশে পাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বলে জানা যাচ্ছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আপাতত আগুনকে নিয়ন্ত্রণে আনাই সবার আগে প্রয়োজন। ৯টি ইঞ্জিন মিলে আগুনকে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। জলের বেগ কম থাকায় সময় বেশি লাগছে। দেওয়াল ভেঙে আগুনের আরো কাছে পৌঁছে নেভানোর চেষ্টা করা হচ্ছে। যুদ্ধকালিন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে। কারখানর মধ্যে ফোম, রেক্সিন মজুদ থাকার কারণে আগুন আরও বেশি করে ছড়িয়ে পড়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুনকে নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে দমকলকর্মীদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে জমি কেনার টাকা নিয়ে চম্পট চোরের

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

‘‌সৈকত পরিষ্কার আমাদের অঙ্গীকার’‌, গঙ্গাসাগর ঝাঁটা হাতে সাফাই করলেন ৬ মন্ত্রী

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

SIR সংক্রান্ত নথি নিতে অমর্ত্যর বাড়িতে হাজির কমিশনের প্রতিনিধিরা

‘উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে ভলভো বাস’, নতুন বছরে নয়া পরিষেবা চালু মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ