এই মুহূর্তে




ষষ্ঠীতে বোধনের দিনে কলকাতায় মহিলার রহস্যমৃত্যু, ফ্রিজের পাশ থেকে উদ্ধার দেহ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমে চাঞ্চল্যকর ঘটনা কলকাতায়। দেবী দুর্গার বোধনের দিনেই বাঘাযতীন এলাকার এক মহিলার রহস্যমৃত্যু। বাড়ির ফ্রিজের পাশ থেকে উদ্ধার করা হয়েছে দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর শুরু দিনে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জানা গিয়েছে মহিলা বাঘাযতীন এলাকার বাসিন্দা। সূত্রের খবর বাড়ির একতলার ফ্রিজের পিছনের অংশ মোছার সময় তাঁর মৃত্যু হয়েছে। ফ্রিজ মোছার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে যাদবপুর থানার পুলিশ। আসেপাশের মানুষজনকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। জানা গিয়েছে মহিলার হাটে একটি দাগ রয়েছে। সেটি কিসের দাগ তা দেখা হবে বলেই জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম নমিতা পাল। জানা গিয়েছে ওই মহিলা কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। একটি বাড়ির একতলায় একাই থাকেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বেলায় তিনি ঘর পরিষ্কারের করছিলেন। সেই সময়েই তিনি ভিজে কাপড় দিয়ে ফ্রিজের পিছনের দিকের মেঝে মুছছিলেন বলে। সেই সময়েই হঠাৎ চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসেন। দেখেন অসুস্থ অবস্থায় নমিতা মেঝের মধ্যে পড়ে রয়েছেন। তার কিছু সময় পর তার দেহ নিস্তেজ হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। মহিলার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অষ্টমীর সন্ধ্যায় জনসুনামিতে মধ্য ও উত্তরকে টেক্কা দিল দক্ষিণ কলকাতা

নবমীর নিম্নচাপে দশমীতে ঘোর দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের

ত্রিধারায় পুজো প্রাঙ্গনের থিমে অঘোরী নৃত্য বন্ধ করে দিল কলকাতা পুলিশ

মেয়েকে সঙ্গে নিয়ে পুজোমণ্ডপে অভিষেক, খেলেন ফুচকা, পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার দিলেন বার্তা

অষ্টমী  পেরিয়ে নবমীতে প্রবেশ, মণ্ডপে মণ্ডপে সন্ধিপুজো

‘সম্পর্ক’ এই শব্দটিকে সামনে রেখে সেজে উঠেছে দুর্গাপুজোর মণ্ডপ, শোনা যাচ্ছে কাক- কোকিলের কণ্ঠস্বর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ