এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

এখনই নদিয়া জেলা ভাগ হচ্ছে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: অধীর আগ্রহে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে ছিলেন নদিয়া(Nadia) জেলাবাসী। তাঁরা জানতে চাইছিলেন নদিয়া জেলা ভাগ নিয়ে রাজ্য প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত সত্যি করেই লাগু হচ্ছে কিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নদিয়া জেলা সফরের আগেই অবশ্য নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছিল, চলতি সফরেই জেলা ভাগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাতে পারেন তিনি। খালি জানতে বাকি ছিল ঠিক কোথায় তিনি এই বিষয়ে কিছু ঘোষণা করবেন। জনসভা থেকে নাকি প্রশাসনিক বৈঠক থেকে। বুধবারের জনসভা থেকে জেলা ভাগ নিয়ে কোনও বার্তা দেননি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকের দিকেই সকলে তাকিয়ে ছিলেন অধীর আগ্রহে যদি জেলা ভাগ নিয়ে সেখানে কোনও বার্ত দেন মুখ্যমন্ত্রী! দেখা গেল সেই সভা থেকেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন আপাতত শুধুমাত্র দুই ২৪ পরগনা জেলা ভাগ হচ্ছে। অর্থাৎ এখনই নদিয়া জেলা ভাগ নিয়ে কোনও পদক্ষেপ করছে না রাজ্য প্রশাসন।

আরও পড়ুন আসছে নয়া ব্র্যান্ড ‘বাংলার শাড়ি’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী নিজেই চলতি বছরের প্রথম দিকে জানিয়েছিলেন, তিনি রাজ্যে আরও ছোট ছোট জেলা করতে চান। কেননা বেশি জেলার অর্থ কেন্দ্র সরকার থেকে বেশি করে আর্থিক সাহায্য পাওয়ার রাস্তা খুলে যাওয়া। সেই সঙ্গে আইনশৃঙ্খলা আরও ভালভাবে বলবৎ হওয়ার পাশাপাশি স্থানীয় উন্নয়ন তরান্বিত হওয়া। সেই লক্ষ্যেই তিনি ঘোষণা করেছিলেন ১৭টি ব্লক ও ১১টি পুরসভার জেলা নদিয়াকে দুটি জেলায় ভাগ করা হবে। একদিকে থাকবে কৃষ্ণনগর(Krishnanagar) সদর ও তেহট্ট মহকুমা এবং অন্যদিকে থাকবে রানাঘাট(Ranaghat) ও কল্যাণী মহকুমা। কিন্তু সেই জেলা ভাগের সিদ্ধান্তে খুব একটা খুশির হাওয়া ওঠেনি নদিয়া জেলাতে। ঐতিহাসিক ভাবে এই জেলার বিশেষ গুরুত্ব থাকায় জেলার অধিকাংশ মানুষই মনেপ্রাণে জেলা ভাগের সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না। আমজনতার জেলা ঘিরে এই আবেগের কথা মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছেছিল। জেলা ভাগ হলে তার একটা ক্ষোভ যে রাজ্যের শাসক দলের ভোট ব্যাঙ্কের নেতিবাচক প্রভাব পড়তে পারে তা বেশ বুঝতে পেরেছিলেন তৃণমূলের নেতারাও। তাই সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনও বার্তা দেন কিনা তা দেখতে।

আরও পড়ুন পূর্ত কর্মে খাপ্পা মমতা, মঞ্চ থেকেই দিলেন ধমক

সেই বার্তা এল বৃহস্পতিওবারের প্রশাসনিক বৈঠক থেকেই। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আপাতত শুধুমাত্র দুই ২৪ পরগনা জেলাকেই ভাগ করা হচ্ছে। উত্তর ২৪ পরগনা ভেঙে হচ্ছে নতুন জেলা বসিরহাট ও দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে হবে সুন্দরবন জেলা। কিছু অসুবিধা থাকায় অনান্য জেলা ভাগের বিষয়ে এখনই কোনও পদক্ষেপ করবে না তাঁর সরকার। এই বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘এখন এটা কিছু হচ্ছে না। যখন হবে, তখন বলে দেব। অফিসার আমাদের কম আছে। মূলত সরকারি আধিকারিক সংখ্যা কম থাকার কারণে এখনই জেলা বিভক্তীকরণ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। ছয়টি জেলা আমরা ইতিমধ্যে তৈরি করেছি। এখন সরকারের এত আধিকারিক নেই। আধিকারিক না থাকলে চালাবে কারা ? পুলিশ জেলা তো করে দেওয়া হয়েছে। রানাঘাট ও কৃষ্ণনগর পুলিশ জেলা করা হয়েছে। আসতে আসতে হবে, যখন লোক পাওয়া যাবে।’ এর বেশি মুখ্যমন্ত্রী এদিন কিছু জানাননি। তবে ওয়াকিবহাল মহলের ধারনা রাজনীতির হিসাব অপেক্ষা মুখ্যমন্ত্রী জেলাবাসীর আবেগকেই এদিন বেশি গুরুত্ব দিয়েছেন। সেই কারণেই পরোক্ষে নদিয়া জেলা ভাগ না করার বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তে যথারীতি খুশির হাওয়া বইছে নদিয়া জেলাজুড়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর