এই মুহূর্তে




‘দয়া করে আপনারা কাজে যোগদান করুন’, সুপ্রিম ডেডলাইনের পরে চিকিৎসকদের বার্তা মুখ্যমন্ত্রীর

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) এদিন সুপ্রিম কোর্টে(Supreme Court) ছিল দেশের শীর্ষ আদালতের স্বতঃপ্রণোদিত ভাবে দায়ের করা মামলার শুনানি। সেই শুনানিকালেই সুপ্রিম কোর্ট বাংলার বুকে কর্মবিরতি চালিয়ে যাওয়া চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিয়ে দিয়েছে। বলা হয়েছে আগামিকাল বিকাল ৫টার মধ্যে সবাইকে কাজে যোগদান করতে হবে। সেই নির্দেশের পরে পরেই কলকাতার বুকে নবান্ন(Nabanna) থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য আরও একবার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যদিও আন্দোলনরত চিকিৎসকেরা(Doctors on Strike) মুখ্যমন্ত্রীর আর্জিকে পাত্তা দিতে চাইছেন না। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে তাঁরা এদিন বিকালে একটি বৈঠক করতে চলেছে। সেই বৈঠকেই তাঁরা ঠিক করবেন, আগামিকাল থেকে তাঁরা কাজে যোগদান করবেন কী করবেন না।

আরও পড়ুন, ‘যদি কেউ না নিতে চান, ঠিক আছে, নতুনদের দিয়ে দেওয়া হবে’, পুজো অনুদান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন সুপ্রিম কোর্টের শুনানিকালে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল দেশের শীর্ষ আদালতকে জানান, ‘জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে বাংলায় এখনও পর্যন্ত ২৩ জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। ৬০০০ মানুষ ক্ষতিগ্রস্ত। চিকিৎসকেরা কাজে ফিরছেন না। এই আদালত গত শুনানিতে কিন্তু তাঁদের কাজ শুরু করতে বলেছিল। পুলিশের অনুমতি ছাড়াই যে কোনও জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে।’ সেই কথা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন, ‘জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়া উচিত। তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ হবে না, আমরা তো বলেছি। আগামী কাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। ওই ডাক্তারেরা কাজে যোগ না দিলে তাঁদের বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না। আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগসুবিধা জেনে, তবেই পদক্ষেপ করতে হবে রাজ্যকে।’ এদিনের সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের জেরে কিন্তু খুশি হয়েছেন আমজনতা। কেননা তাঁরা চাইছিলেন চিকিৎসকেরা কাজে ফিরুন। কর্মবিরতি উঠুক।

আরও পড়ুন, আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে সহযোগিতার নির্দেশ সুপ্রিম কোর্টের

সেই নির্দেশের কিছুক্ষন পরেই নবান্ন থেকে চিকিৎসকদের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া। অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও ডাক্তারদের কাছে অনুরোধ করব কাজে ফেরার জন্য। দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি আপনাদের কিছু বলার থাকে, সবসময় স্বাগত। আপনারা ৫-১০ জনের একটি প্রতিনিধিদল নিয়ে আসুন, আমরা কথা বলতে পারি।’ সুপ্রিম নির্দেশের পরে এদিন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, আর জি কর মামলার সুপ্রিম শুনানিতে হতাশ হয়েছেন তাঁরা। তা সত্ত্বেও, সুপ্রিম কোর্টের নির্দেশ যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করবেন তাঁরা। কিন্তু এই আবহে পরবর্তী কালে কী সিদ্ধান্ত নেওয়া যায়, তা এখনও স্থির করেননি তাঁরা। আপাতত প্রতিটি কলেজ এবং হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা পৃথক পৃথক ভাবে একটি প্রাথমিক বৈঠক করবেন। এর পর বিকাল ৫টা নাগাদ আর জি কর-সহ সমস্ত মেডিকেল কলেজের চিকিৎসক মিলে একটি সম্মিলিত জেনারেল বডি বৈঠক করবেন। সেই বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

শিলিগুড়িতে চিকিৎসক ও ঔষধ না পেয়ে ভাঙচুর সুপার অফিস,আটক ৩

ঝাড়গ্রামের ডুলুং নদী থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাবধান আর মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

ধর্ষণের ঘটনায় আদালতে নাবালিকার জবানবন্দি দেওয়াতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পুলিশ

মেদিনীপুর-সহ রাজ্যের ৬ বিধানসভা আসনের উপনির্বাচন কবে, জানাল নির্বাচন কমিশন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর