এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বন্‌ধ থেকে বিধানসভা, পাহাড় থেকেই খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: ৩ দিনের জন্য পাহাড় সফরে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মন পড়ে সমতলে। তাই দার্জিলিংয়ে(Darjeeling) বসেই মুখ্যমন্ত্রী এদিন ফোন করে বন্‌ধ আর বিধানসভার হইহট্টোগোল নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের(Firhad Hakim) সঙ্গে কথা বলেন। সূত্রে জানা গিয়েছে, দুটি ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এদিন বন্‌ধে যত বাস ভেঙেছে ও পোড়ানো হয়েছে তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্‌ধের নামে রাজ্যজুড়ে যেভাবে গাড়ি, পাবলিক প্রপার্টি ভাঙচুর করা হয়েছে সে সবের বিরুদ্ধে বন্‌ধ সমর্থনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ওই সব ভাঙচুরের জন্য আইন অনুযায়ী ক্ষতিপূরণ ক্লেইম করার নির্দেশও দিয়েছেন তিনি। জানিয়েছেন, ‘সব কটা কে অ্যারেস্ট করবে। আমাদের রাজ্যে আইন আছে। ক্ষতিপূরণ দিতে হবে পাবলিক প্রপার্টি ভাঙচুর করার জন্য। অ্যাসেমব্লিতেও আমাদের লোকদের মারধর করেছে। এটা অ্যাকসেপ্ট করা যায় না।’

এদিন ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলার আগে অবশ্য পাহাড়ে মর্নিং ওয়াকে বার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় সোজা হেঁটে ম্যালে(Mall) পৌঁছে যান তিনি। কথা বলেন আমজনতার পাশাপাশি পর্যটকদের(Tourists) সঙ্গেও। পর্যটন শিল্পের সার্বিকভাবে উন্নয়নের জন্য রাজ্য সরকার ঢেলে সাজিয়েছে উত্তরবঙ্গকে। কিন্তু সব কিছুর সুবিধা পাচ্ছেন তো পর্যটকরা? তা জানতে এদিন পর্যটকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোভিডের পরে ব্যবসায কেমন হচ্ছে তাও জিজ্ঞেস করেন ব্যবসায়ীদের। সেই সঙ্গে শিশুদের আদর করে তাদের মধ্যে চকোলেট বিলি করেন মুখ্যমন্ত্রী। কার্যত সাত সকালেই পাহাড়ে জনসংযোগ সেরে নেন মুখ্যমন্ত্রী। জনসংযোগে বেরিয়ে এর আগেও পাহাড়ে রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে চা খেতেও দেখা গিয়েছে তাঁকে। এবারও সেই চেনা মেজাজেই ধরা দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন সকালে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী ম্যাল ঘোরার পাশাপাশি ঘুরে দেখেন সিংমারি এলাকাও। সেই সিংমারিতেই রাস্তায় এক বৃদ্ধা মহিলা মুখ্যমন্ত্রীকে ডেকে কথা বলেন। জানান তাঁর সমস্যা, অসুস্থতার কথা। এরপরই জেলাশাসককে তড়িঘড়ি বৃদ্ধার চিকিৎসার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষ্ণু তামাং নামে ওই বৃদ্ধাকে কোমরে বেল্ট পরার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে থাকা কর্মীদের নির্দেশ দেন ওই বৃদ্ধার বাড়িতে কোমরের বেল্ট পৌঁছে দিতে। একইসঙ্গে এদিন ম্যালেই মুখ্যমন্ত্রী এক শিশুকে কোলে তুলে নেন। অগ্নি নামে ওই শিশুকে আশীর্বাদ করেন মমতা। পাশাপাশি এদিন ম্যালে বিশ্ব বাংলা স্টোরেও পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে ঘুরে দেখেন দোকানটি। কর্মীদের ঠিকমতো বেতন হচ্ছে কিনা, বিক্রিবাটা কেমন চলছে তাও খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।    

কোভিডকালে দীর্ঘদিন পর্যটক শূন্য ছিল উত্তরবঙ্গ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আদৌ কি ব্যবসা হচ্ছে? এদিন দোকানে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের থেকে সেই খোঁজও নিয়েছেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁদের সঙ্গে। দোকানের জিনিসপত্রও দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত পর্যটক, ব্যবসায়ীরা। ম্যাল রোড ধরে হেঁটে যাওয়ার সময় পথের দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে নমস্কার বিনিময় করেন তিনি। অগণিত মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেই হাসি মুখে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপরেই মুখ্যমন্ত্রী এদিনই দুপুরে পাহাড়ে এক সর্বদলীয় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন দুপুর ৩টেয় পাহাড়ের ৪টি দলকে নিয়ে সেই বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে জিটিএ নির্বাচনসহ পাহাড়ে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুভবনের একটি অংশে মিউজিয়াম গড়ে তোলারও নির্দেশ দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর