এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘আন্ডার প্রসেস ব্যাপারটা কী? খায় না মাথায় দেয়?’ প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) আরও একদফার জেলা সফর। রবিবার দুপুরেই তিনি কলকাতা থেকে সড়কপথে রওয়ানা দিয়ে পৌঁছে যান দুর্গাপুরে। সোমবার বেলা সাড়ে ১২টার কিছু পরে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে দুর্গাপুর থেকে রওয়ানা দেন পুরুলিয়ার(Purulia) পথে। দুপুর ১টা নাগাদ শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউট স্কুলে তাঁর হেলিকপ্টার নামে। সেখান থেকে তিনি সোজা চলে আসেন শহরের রবীন্দ্রভবনে। যোগ দেন প্রশাসনিক বৈঠকে(Administrative Meeting) । সেই বৈঠকে শুরু থেকেই তাঁকে রীতিমত ক্ষুব্ধ ছিলেন সেটা বেশ বোঝা যাচ্ছিল। আর সেই বৈঠক থেকেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দেন, ‘অনেক কাজ দেখছি, বলা হচ্ছে, আন্ডারপ্রসেস(Under Process)। আরে এই আন্ডারপ্রসেস ব্যাপারটা কী? খায় না মাথায় দেয়?’

মুখ্যমন্ত্রী যখনই কোনও জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেন তখনই সেই জেলার প্রশাসনিক কাজকর্ম কেমন হচ্ছে, জনতা কেমন পরিষেবা পাচ্ছেন, এসব খতিয়ে দেখেন। খোঁজখবর নেন জেলার উন্নয়নমূলক কাজকর্মগুলি নিয়ে। সেই সঙ্গে আমজনতার অভিযোগও খতিয়ে দেখেন।  এদিনও তার ব্যতিক্রম ছিল না। আর সেই খতিয়ে দেখার কাজ খোঁজ নিয়েই মুখ্যমন্ত্রীর নজরে পড়ে পুরুলিয়া জেলায় ৫-৬ বছর আগে যে সব কাজ শুরু হয়েছিল হয় তার বেশিরভাগকেই জেলা প্রশাসনের তরফে দেখানো হয়েছে ‘আন্ডারপ্রসেস’। আবার কিছু কিছু কাজ শুরুই হয়নি। এতেই ক্ষিপ্ত হন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজে লালফিতের ফাঁস, দীর্ঘসূত্রতার যে ট্র্যাডিশন বছরের পর বছর চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর তা অনেকটাই মিটেছে। সেই কাজে আরও গতি আনাই তাঁর লক্ষ্য। আর তাই কোনও কাজে ঢিলেমি তিনি পছন্দ তো করেনই না, বিলম্বের খবর শুনে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। এদিনও কার্যত সেটাই করেছেন।  

এদিন প্রশাসনিক বৈঠকের শুরু থেকেই জেলার কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষ দৃষ্টি এড়াচ্ছিল না সংবাদমাধ্যমেরও। বৈঠক শুরুর কিছুক্ষণ পরই হাতে কাগজপত্র নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক কাজের স্টেটাস আন্ডারপ্রসেস। এই ব্যাপারটা কী? কত কাজ আন্ডারপ্রসেস? যে সব প্রকল্পের কাজ হচ্ছে না, সেগুলিকেই এভাবে দেখানো হচ্ছে। দেখুন, কিছু আন্ডারপ্রসেস বলে এড়িয়ে যাবেন না। আমি চাই, সব কাজ সময়ের মধ্যে মিটিয়ে ফেলুন। আন্ডারপ্রসেসের তালিকা বাড়াবেন না। ৫-৬ বছরের কাজ পড়ে আছে, আর তোমরা দেখাচ্ছো সেটাকে আন্ডারপ্রসেস। আমি সব আন্ডারপ্রসেস কাজগুলো সিএসকে দিয়ে দিলাম।’ এদিন ফের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিএলআরও অফিসে গেলে সাধারণ নাগরিক সাহায্য পাচ্ছেন না, দালালচক্রের শিকার হচ্ছেন। এসব অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাজে। আর তাতেই ভূমি ও ভূমি সংস্কার দফতরকে তীব্র ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

স্ত্রী চলে যাওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

ঝাড়গ্রামে ডোবাতে পড়ে যাওয়া হাতিকে উদ্ধারে ব্যর্থ বন দফতর ,অবশেষে মৃত্যু

দু চোখ অন্ধ থাকলেও মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো ফল এক জন্মান্ধ মেয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর