এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হুগলির গ্রাম থেকে শহর, ২৫টি জলপ্রকল্প পুনর্গঠনে ২৬০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি: নবান্নের নজরে জেলা হুগলি(Hooghly District)। আরামবাগ থেকে বলাগড়, তারকেশ্বর থেকে চন্দননগর। জেলার ২৫টিরও বেশি পানীয় জলপ্রকল্পের(Drinking Water Project) পুনর্গঠনের জন্য ২৬০ কোটি টাকা বরাদ্দ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। ওই প্রকল্পগুলিতে জল সরবরাহের ক্ষমতা বৃদ্ধি করে আরও বেশি সংখ্যক উপভোক্তাকে পরিস্রুত পানীয় জলের আওতায় আনাই এর লক্ষ্য। সবকটি কাজই করবে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর। জেলার প্রতিটি প্রান্তে প্রতিটি বাসিন্দার বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে, কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে সেটা বলার সময় এখনও আসেনি। নতুন প্রকল্প কার্যকর হলে জেলার সিংহভাগ মানুষ এই জলের আওতায় আসবে, এমনই দাবি জনস্বাস্থ্য কারিগরী(PHE) দফতরের আধিকারিকদের।

আরও পড়ুন ক্যান্সারে বিদ্ধ বাংলা, ২০২৫-এ আক্রান্ত হবেন অন্তত ১.২৫ লক্ষ মানুষ

হুগলি জেলা পরিষদে সূত্রে জানা গিয়েছে, জেলার গ্রামীণ এলাকার প্রতিটি ঘরে জল পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী কাজ শুরু করেছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর। একারণে পরিকাঠামো উন্নত করা হচ্ছে। চালু থাকা ২৫টি প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করেই এই কাজ করা হবে। গঙ্গার জল পরিশোধন করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একগুচ্ছ প্রকল্প জেলায় রয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ডিপ টিউবওয়েলের জল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌছে দেওয়ার প্রকল্পও আছে। বসতি ও জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধির কারণে প্রাত্যহিক জলের চাহিদা ইদানীং অনেকটাই বেড়েছে। এই বিশাল সংখ্যক উপভোক্তার কাছে নতুন করে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরী দফতর। এইজন্য জেলার ২৫টি প্রকল্পের জন্য প্রায় ২৬০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন LIC Plan আছে, থাকলে এখনই PAN Link করুন

এই বিষয়ে আবার রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত দুইভাবে এই প্রকল্পের কাজ করা হবে। কোথাও শুধু লাইনপাইপ সম্প্রসারণের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। কোথাও বৃহত্তর জলপ্রকল্পের সঙ্গে রিজার্ভার সহ লাইনপাইপ পেতে নতুন এলাকায় জল সরবরাহ করা হবে। দু’টি ক্ষেত্রে জলের গতি ও মান যেন ভাল থাকে, তা নিশ্চিত করা হচ্ছে। আরামবাগ মহকুমার আরামবাগ, গোঘাট-১, খানাকুল-১ ও ২ এবং পুরশুড়ার ৭টি প্রকল্পকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, শ্রীরামপুর, চন্দননগর ও চুঁচুড়া সদর মহকুমার হরিপাল, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা- ১ ও ২, চুঁচুড়া-মগরা, সিঙ্গুর, তারকেশ্বর এবং পোলবা-দাদপুর ব্লকে ১৮টি প্রকল্পকে নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৫টি প্রকল্প আছে হরিপাল ব্লকে। প্রকল্প ভিত্তিক বরাদ্দ সবচেয়ে কম আড়াই কোটি টাকা এবং সর্বোচ্চ প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ হয়েছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে প্রবীণ ও অক্ষম ভোটারদের দের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করল কমিশন

ভিন রাজ্যের নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে পৌঁছে দিল রানাঘাট পুলিশ

বারাসতের টাকি রোডে নার্সিংহোমে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

গঙ্গারামপুরে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করল প্রশাসন

‘মিথ্যা অভিযোগ’, মামলা তুলে নিতে চান সন্দেশখালিতে ‘ধর্ষণের শিকার’ মহিলা

বুধবার শ্রীরামপুরে প্রচারে মুখোমুখি কল্যাণ- দীপ্সিতা, উঠলো স্লোগান, গাইলেন রবীন্দ্র সংগীত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর