এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৪ দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, নজরে পুরনির্বাচন

নিজস্ব প্রতিনিধি: গুরুং কাঁটা, বিজেপির বিরোধিতা আর জিএনএলএফের আপত্তি উড়িয়ে দার্জিলিংয়ের(Darjeeling) পাহাড়ে সুসম্পন্ন হয়েছে গোর্খ্যাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনস্ট্রেশন(GTA) বা জিটিএ নির্বাচন। অনীত থাপার(Anit Thapa) দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৪৫ আসনের জিটিএ নির্বাচনে ২৭টি আসন জিতে একক শক্তিতে বোর্ড গঠন করতে চলেছে। ওই নির্বাচনেই ৫টি আসন জেতে তৃণমূল(TMC)। তাঁরা অনীতকে বাইরে থেকে সমর্থন জানানোর কথা জানিয়েছেন। এই অবস্থায় অনীত থাপা নিজে কলকাতায় এসে নবান্নে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে। জিটিএ’র শপথ গ্রহণের দিন তাঁকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন অনীত। সেই ডাকে সাড়া দিয়েই সোমবার দুপুরে ৪ দিনের সফরে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখনও পর্যন্ত তাঁর সফরসূচী নিয়ে যা জানা যাচ্ছে তা হল, এদিন বেলা আড়াইটে নাগাদ বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়ক পথে যাবেন শৈল শহর দার্জিলিংয়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি থাকবেন রিচমন্ড হিলে। আগামিকাল দার্জিলিংয়ের ম্যালে-তে বসবে জিটিএ’র শপথগ্রহণের অনুষ্ঠান। সেখানে আগামিকাল শপথ নেবেন অনীতের দলের ২৭জন সদস্য, হামরো পার্টির ৮জন সদস্য, তৃণমূলের ৫জন সদস্য এবং ৫জন নির্দল সদস্য। বুধবার নেপালী কবি আচার্য ভানু ভক্তের জন্মদিন। ম্যালের চৌরাস্তায় তাঁর জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেদিন তাঁর একটি প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে। পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সেই প্রশাসনিক বৈঠকে। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে সেদিন শিলিগুড়িতে একটি প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। ওইদিন সদ্য নির্বাচিত শিলিগুড়ি মহকুমা পরিষদের জয়ী প্রার্থীদের সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রীর।  

এদিকে মুখ্যমন্ত্রী আসছেন সেই খবর পেয়েই পাহাড়ের মানুষ তাঁকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকে রোহিনী ও কার্শিয়াং হয়ে দার্জিলিং পর্যন্ত রাস্তার দুই ধারে পাহাড়বাসী পুষ্পবৃষ্টি ও খাদা পরিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়ে ফেলেছেন। গোটা রাস্তার দুধারে লাগানো হয়েছে অসংখ্য ফ্লেক্স-ব্যানার। আগামী দিনের পাহাড়ের ভবিষ্যৎ কী, পাহাড়ে তৃণমূল কীভাবে চলবে, সবকিছু নির্ভর করছে মুখ্যমন্ত্রীর এই সফরের ওপর। সমগ্র পাহাড়বাসী তাকিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে। আগামী দিনে পাহাড়ে উন্নয়নের রূপরেখা তুলে ধরার পাশাপাশি কার্শিয়াং, কালিম্পং ও মিরিক পুরসভার ভোট নিয়েও এবারের সফর থেকে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের সামগ্রিক উন্নয়নের জন্য জিটিএর পাশাপাশি এই তিন পুরসভার ভূমিকাও গুরুত্বপূর্ণ। নির্বাচিত ও স্থায়ী বোর্ড দায়িত্বে এলে উন্নয়নের কাজ মসৃণভাবে এগিয়ে যাবে বলে মনে করছেন প্রশাসনের শীর্ষকর্তারা। তাই সবার নজরেই থাকছে মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে।

সূত্রের খবর, দুর্গাপুজোর আগেই এই তিনটি পুরসভার নির্বাচন হতে পারে। গতবার পাহাড় সফরে গিয়ে সব দলের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব পুরসভা নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন মমতা। সেভাবেই এই তিন পুরসভায় নির্বাচন করাতে তিনি তৎপর হবেন বলে মনে করা হচ্ছে। তাছাড়া, ২১ বছর ধরে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়নি। সেখানকার অধিকাংশ রাজনৈতিক দলের মত, ত্রিস্তরীয় না হলেও পাহাড়ে অন্তত দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হোক। সেই বিষয়েও এবারে মুখ্যমন্ত্রী কোনও বার্তা দেন কিনা সেটাও দেখার বিষয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়ার বাগনানে ৪০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

হাওড়ার স্পর্শ কাতর বুথগুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলাশাসক ও সিপি, জগাছায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

বিদ্যুতের আমলে বিশ্বভারতীতে বন্ধ ‘কন্যাশ্রী’ শুরু করতে উপাচার্যকে চিঠি অভিভাবকদের

লোকসভা ভোটের আগে ময়ূরেশ্বরে ২ সশস্ত্র দুষ্কৃতী হাতেনাতে পাকড়াও

রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের ‘লাল সর্তকতা’ জারি

‘সমুদ্রসাথী’ প্রকল্পে মৎস্যজীবীদের নাম নথিভুক্ত নিয়ে বিভ্রাট, ক্ষুব্ধ মৎস্যজীবীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর