-273ºc,
Friday, 9th June, 2023 4:31 am
নিজস্ব প্রতিনিধি,মানিকচক: পুকুরের জলে ভাসছে মরা মাছ।এমন দৃশ্য দেখে মাথায় হাত মাছ চাষি শেখ কাশিমের।ঘটনাটি ঘটেছে মালদার(Malda) মানিকচকের(Manickchak) এনায়েতপুর পশ্চিমপাড়া কলোনি এলাকায়।পুকুরের জলে মাছের করুণ পরিণতি দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন মাছ চাষি।ক্ষতির পরিমান আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা বলে দাবি।
পুরনো শত্রুতার জেরে কে বা কারা এমনটা করে থাকতে পারে বলে অভিযোগ।সুদের টাকা তিনি কিভাবে শোধ করবেন তা ভেবে মাথায় বাজ পড়েছে মাছ চাষি শেখ কাশিমের। জানা গেছে,কয়েক হাজার টাকা দিয়ে মানিকচকের এনায়েতপুর পশ্চিমপাড়া কলোনি এলাকায় প্রায় দশ বিঘা পুকুরের লিজ নেন শেখ কাশিম(Sk. Kasim)।প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে সেই পুকুরে মাছ চাষ করেন তিনি।এদিন সকাল নাগাদ ফোন মারফত খবর পান তাঁর পুকুরের সমস্ত মাছ মরে গিয়েছে।ক্ষতিগ্রস্থ মাছ চাষি শেখ কাশিম জানান,৬৫ হাজার টাকা দিয়ে পুকুরটি লিজে নিয়েছিলাম।
পুকুরে মাছ চাষ করতে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় হয়।কিন্তু কিছুই লাভ হল না।সব মাছ মারা গিয়েছে।এখন কী করে আমি মহাজনের টাকা শোধ করব।আমার সাথে কারও কোনও শত্রুতা ছিল না।তাহলে কে বা কারা আমার এমন বিশাল ক্ষতি করল।তা বুঝে উঠতে পারছি না।