এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চাকলা থেকে CAA নিয়ে কী বার্তা দেন মমতা, তাকিয়ে মতুয়ারা

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১ মাসের ব্যবধানে বাংলায়(Bengal) ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। দুই দফাতেই তিনি বেশ জোরের সঙ্গে জানিয়েছে, ২৪’র ভোটের আগেই CAA লাগু হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে, ২০১৯ সালে নরেন্দ্র মোদি(Narendra Modi) দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল বা Citizenship Amendment Act, 2019 যাকে অধিকাংশ মানুষ CAA নামেই চেনেন। কিন্তু তারপর ৪ বছর পেরিয়ে গেলেও এনিয়ে কোনও রুল তৈরি হয়নি। ফলে তা দেশজুড়ে লাগু ও হয়নি। আর সেই কারণেই বিজেপির এই CAA আশ্বাস নিয়ে ক্রমশই ক্ষোভ চড়ছে মতুয়াদের(Matua) মধ্যে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই মতুয়া ভোটব্যাঙ্কই বিজেপিকে(BJP) বেশ কিছু আসনে ডিভিডেন্ড দিয়েছিল। একুশের ভোটে সেখানেই কিন্তু ফাটক চোখে পড়েছে। সময় যতই গড়িয়েছে ততই সেই ফাটল চওড়া হচ্ছে। এই অবস্থায় এদিন উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার চাকলায়(Chakla) যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি সেখান থেকে CAA নিয়ে কোনও বার্তা দেন কিনা সেটা দেখার জন্য এদিন মুখিয়ে রয়েছে মতুয়ারা।

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত। এছাড়া বারাসত মহকুমার বেশ কিছু এলাকায় রয়েছে মতুয়াদের বসবাস। জেলার মধ্যে একমাত্র বনগাঁ মহকুমাতেই রয়েছে বিজেপির ৩ বিধায়ক। বনগাঁ লোকসভা দখলে রেখেছে বিজেপি। যদিও গত পঞ্চায়েত নির্বাচনে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের বুথে হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী। ক্ষুব্ধ মতুয়াদের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে রয়েছে। কিন্তু লোকসভা নির্বাচন এলেই বিজেপির দৌলতে তা আবার রাজনৈতিক ইস্যু হয়। ফলে, ক্ষোভ রয়েছে উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে। CAA কার্যকর করা আটকে রেখেছে বিজেপিই। আসলে, ভোটের আগে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা, আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যান। বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত মতুয়ারা। শাহ অবশ্য জানিয়ে গিয়েছেন, ‘CAA বিজেপির অঙ্গীকার। CAA হবেই। কেউ আটকাতে পারবে না।’ এর পাল্টা মমতা এদিন কোনও বার্তা দেন কিনা সেটা দেখার জন্যই মুখিয়ে আছেন মতুয়ারা।

নানা সমীক্ষা কিন্তু বলছে, এবার লোকসভা নির্বাচনের আগে আর মুখের কথায় ভুলতে রাজী নয় মতুয়ারা। মমতা বার বার কিন্তু বার্তা দিয়েছেন, তিনি বাংলায় CAA লাগু হতে দেবেন না। উনিশের ভোটে বাংলার মাটিতে বিজেপির উত্থানের পরেও কিন্তু মমতা তাঁর অবস্থান বদলাননি। বিজেপি কিন্তু প্রতিশ্রুতি ভিন্ন আর কিছুই করে দেখাতে পারেনি। আর সেখানেই ২৪’র ভোটে মতুয়া ভোট ব্যাঙ্ক বিজেপির হাতছাড়া হতে পারে বলে অনেকেই মনে করছেন। ইতিমধ্যেই তার ইঙ্গিত মিলেছে পঞ্চায়েত নির্বাচনে। চলতি বছরে হয়ে যাওয়া ওই ভোটে মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। একই দশা পাশের জেলা নদিয়াতেও। সেখানেও মতুয়া অধ্যুষিত কল্যাণী ও রানাঘাট মহকুমায় ভেলকি দেখিয়েছে তৃণমূল। যা অবস্থা তাতে ২৪’র ভোটে বনগাঁ ও রানাঘাট ২টি লোকসভা কেন্দ্রই তৃণমূলের দখলে চলে যেতে পারে। তাই মতুয়ারা এদিন তাকিয়ে থাকবেন মমতার পানে, তিনি CAA নিয়ে কোনও বার্তা দেন কিনা সেটা দেখতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘রাজভবনে ডাকলে আর যাব না, আপনার পাশে বসাও পাপ!’, সরব মমতা

মুর্শিদাবাদে ফিরল সুতপা স্মৃতি, প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের

লোকাল ট্রেনে চেপে ভোটপ্রচার তৃণমূল প্রার্থী তথা দিদি নং ১ রচনার

পুরুলিয়ায় লরির সঙ্গে টোটোর ধাক্কায় মৃত্যু ৫ জনের

কয়লা মাফিয়ার শাহি সাক্ষাৎ ঘিরে সরব তৃণমূল, অস্বস্তিতে পদ্মশিবির

বিরোধীহীন কেষ্টভূমে চতুর্থ জয়ের মুখে শতাব্দী, দিশাহারা বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর