এই মুহূর্তে




মুর্শিদাবাদে ফিরল সুতপা স্মৃতি, প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: মাত্র ২ বছরের মাথায় মুর্শিদাবাদের(Murshidabad District) মাটিতে ফিরল সুতপা খুনের স্মৃতি। আবার এক তরুনীকে ডাকা পাঠিয়ে তাকে কুপিয়ে খুন(Murder) করে গ্রেফতার হল এক যুবক। ঘটনার পরে দ্রুত পুলিশ সেই যুবককে গ্রেফতার করতেও সক্ষম হয়েছে। তবে ঘটানার জেরে জেলার জনজীবনে তীব্র ভাবে ফিরে এসেছে সুতপা খুনের স্মৃতি। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। দৌলতাবাদের(Daulatabad) প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিঠু শেখ(Mithu Sheikh) নাম এক যুবক তাঁর ‘দীর্ঘ দিনের প্রেমিকা’ সাবিনা খাতুনকে(Sabina Khatun) ফোন করে ডাকে এদিন। সাবিনে এলে, অন্য এক যুবকের সঙ্গে প্রেমিকার সম্পর্ক রয়েছে, এই সন্দেহ করে তাদের ঝগড়া শুরু হয়। ওই বাক্‌বিতণ্ডার মধ্যে হঠাৎই পকেট থেকে একটি ছুরি বার করে সাবিনাকে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে মিঠু। ধারালো ছুরির আঘাতে গলার নালি কেটে যায় সাবিনার। স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখতে পেয়ে ছুটে এলে মিঠু পালিয়ে যায়। তবে দ্রুত ধরা পড়ে পুলিশের হাতে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সাবিনার সঙ্গে কয়েক বছরের সম্পর্ক ছিল মিঠুর। কিন্তু গত কয়েক মাসে তাদের সেই সম্পর্কের অবনতি হয়। মূলত সাবিনাই সম্পর্ক থেকে বেড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু মিঠু তাতে রাজী হয়নি। এ নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল। কিন্তু সেখান থেকে যে এমন ঘটনা ঘটবে কেউ কল্পনাই করতে পারেননি। এদিন সাবিনাকে এলোপাথাড়ি কোপানোর পরে মিঠু ঘটনাস্থল থেকে দোউড়ে পালিয়ে গেলেও হাজারিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সাবিনার দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করার পরে সাবিনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ। ঘটনার জেরে মিঠুর পরিবারের দাবি, সাবিনার সঙ্গে একাধিক ছেলের সম্পর্ক ছিল যা মিঠু জানতে পেরে যায়। সেই জায়গা থেকেই সে মানসিক ভাবে ভেঙে পড়ে। মানসিক অবসাদ থেকেই এদিন সে সাবিনাকে খুন করেছে।

তবে এদিনের হত্যাকান্ডের জেরে মুর্শিদাবাদ জেলার মাটিতে বেশ জোরালো ভাবে ফিরে এসেছে সুতপা খুনের স্মৃতি। ২০২২ সালের ২ মে মুর্শিদাবাদের বহরমপুরের গোরাবাজার এলাকায় খুন হয়েছিল কলেজছাত্রী সুতপা চৌধুরী। মেসের দরজার সামনেই তার প্রেমিক সুশান্ত চৌধুরী ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেছিল সুতপাকে। এমনকি এলাকার লোকেরা যাতে তাকে বাধা দিতে না পারে তার জন্য হাতে থাকা নকল পিস্তল উঁচিয়ে আশপাশে ভিড় জমাতে থাকা স্থানীয়দের দিকে তেড়েও গিয়েছিল সে। তাই চোখের সামনে খুন হতে দেখেও আগ্নেয়াস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস করেননি। যদিও পরের দিনই জেলারই জঙ্গিপুর মহকুমার সামসেরগঞ্জ থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সুশান্ত। গত বছর সেই খুনের ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সুশান্ত। তাকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। সেই হত্যাকাণ্ডের ঠিক দুই বছরের মাথায় আবারও একটা মে মাসেই আরও এক প্রেমিকা খুন হয়ে গেল তার প্রেমিকের হাতে, আর সেটাও মুর্শিদাবাদের মাটিতে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ওয়ান ইন আ মিলিয়ন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সজ্জন জিন্দাল

মালদহে চোলাই খেয়ে মৃত্যু হল আদিবাসী গৃহবধুর

মেয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে বাবা-মাকে গ্রাম ছাড়া করে বাড়ি দখলের অভিযোগ

শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে ১৫ হাজার কর্মসংস্থান, ঘোষণা মমতার

শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই বিপত্তি, সন্দেহজনক কী দেখেই দেহ নিয়ে ছুটল পুলিশ?

পারিবারিক সম্পত্তির বিবাদের জেরে খুন হল শাশুড়ি বৌমা,আহত শ্বশুর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর