এই মুহূর্তে




সত্যি না মিথ্যা, মহানবমীতেই অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?

নিজস্ব প্রতিনিধি: দেবীপক্ষের শেষ লগ্ন উপস্থিত। আজ মহানবমী। নবমী নিশির তো দয়া নেই, সে চলে যাবে। রাত পোহালেই বিজয়া দশমী। তবুও এখনও দুর্তেগাপুজোর যেটুকু অংশ বেঁচে বর্তে রয়েছে তার সবটুকু চেখে দেখতে উদগ্রীব বাঙালি। উৎসবের মরশুমে বাংলার মহিলাদের জন্য বিরাট সুখবর। মহানবমীর দিনই নির্দিষ্ট অ্যাকাউন্টে ক্রেডিট হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ১ অক্টোবর বুধবারই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কথা। 

শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়। আসলে রাজ্য সরকারের পক্ষ থেকে নানারকম সরকারি প্রকল্পের মাধ্যমে সুবিধা পান মানুষ। তাই লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি জয় বাংলা সহ বিভিন্ন সামাজিক প্রকল্প ও পেনশনের টাকাও আজই প্রাপকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই সকল তথ্য নিশ্চিত করেছে  নবান্ন।  এখন উৎসবের মরশুম চলছে। দুর্গাপুজো মিটলে লক্ষ্মী পুজো, কালীপুজো, ভাইফোঁটা। এসবে খরচ খরচা তো প্রচুর। তাই জনসাধারণের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। উৎসবের মরশুমে সবাই হাসিমুখে থাকুন চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করছে নবান্ন। 

এমনিতেও মুখ্যমন্ত্রী রয়েছে খুশির মেজাজে। শারদীয়ার আরাধনার আনন্দে মেতে উঠেছেন তিনিও। শুরু থেকেই নিজের লেখা গানের মধ্য দিয়ে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানবমীতেও তার অন্যথা হয়নি। বুধবার সকাল সকাল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উপহার দিয়েছেন আরও এক গান। সেই সঙ্গেই শেয়ার করেছেন একটি ভিডিও।  X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী গানের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “যদি থাকত একটা ছোট্ট বাগান তবে কলি হয়ে রোজ ফুটতাম।” তারপরেই শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন, “সকলকে জানাই মহানবমীর আন্তরিক শারদ শুভেচ্ছা।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফেলে দেওয়া ওষুধ দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা, নজর কাড়ছে সকলের

নবমীর দুপুর থেকে কলকাতায় বৃষ্টি শুরু, রাতে ধেয়ে আসছে দুর্যোগ

দুর্গন্ধে ঢেকেছে গোটা এলাকা, অষ্টমীর রাতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার যুগলের পচাগলা দেহ

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের বাড়বে ডিএ, সিদ্ধান্ত আজ

বন্ধ হয়ে যাচ্ছে UPI-এর বিশেষ পরিষেবা, গ্রাহকরা মহা বিপদের সম্মুখীন

GST দুর্নীতির পর্দা ফাঁস, কলকাতা ও হাওড়া থেকে ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ