এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

স্বাভাবিক বর্ষার ছন্দপতন ঘটবে বঙ্গে, প্রবল দুর্যোগ পুজোয়

নিজস্ব প্রতিনিধি: ভারতবর্ষের অর্থনীতি কৃষিনির্ভর। আর সেই কৃষির সাফল্য অনেকতাই নির্ভর করে বর্ষার ওপর। ভারতে বর্ষা আসে মৌসুমি বায়ুর হাত ধরে। আরও বলা ভাল দক্ষিণ-পশ্চিম মৌসুমি(South West Monsoon) বায়ুর হাত ধরে। মঙ্গলবার India Meteorological Department বা IMD সেই মোউসুমি বায়ুর হাত ধরে দেশে(India) বর্ষার আগমন নিয়ে বার্তা দিয়েছে। জানিয়েছে, ২০২৩’র বর্ষা দেশে ঠিক সময়েই পা রাখবে ও বিদায় নেবে। এল নিনো(El Nino) থাকা সত্ত্বেও বর্ষায় বৃষ্টিপাতের ঘাটতি থাকবে না। স্বাভাবিক থেকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বছর। তবে বাংলার(Bengal) ক্ষেত্রে এই বর্ষার ছন্দপতনের বিস্তর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে(North Bengal) স্বাভাবিকের থেকে বেশি ও দক্ষিণবঙ্গে(South Bengal) স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা আসার আগে কোনও ঘূর্ণিঝড়(Cyclone) বাংলার দিকে ধেয়ে না এলেও বর্ষার পরে কিন্তু ধেয়ে আসতে পারে, এমন সম্ভাবনাও থাকছে। বিশেষ করে বাঙালির দুর্গাপুজোর(Durgapuja) সময়।

আরও পড়ুন রাজ্যসভার ৭ আসনে কে কে, গুঞ্জন শুরু তৃণমূলের অন্দরে

IMD জানিয়েছে, এপ্রিল ও মে মাস জুড়েই কার্যত বাংলা ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ চলবে। বইবে গরম হাওয়া ‘লু’ও। আর তাই তাঁরা এই গরম থেকে আমজনতা যাতে সাবধান থাকেন সেই বিষয়েও সতর্কবার্তা জারি করেছে। বলা হয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এইসময় ৪৫ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে। দক্ষিণবঙ্গের অনান্য এলাকায় তা ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে। উত্তরবঙ্গের সমতল এলাকাতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকবে। পার্বত্য এলাকায় তা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। এপ্রিল মাসের শেষদিকের আগে বাংলায় ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও বা তা হয় তাহলে তা ছোট ছোট এলাকায় হবে। বড় এলাকাজুড়ে তার কোনও প্রভাব পড়বে না। তাই আমজনতাকে এপ্রিল ও মে মাসজুড়ে তাপপ্রবাহের হাত থেকে সাবধান থাকতে হবে। বেলা ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বাড়িতে থাকলেই ভালো হয়। বাড়ির বাইরে বার হলেও কোনও পরিশ্রমের কাজ না করা। সেই সঙ্গে জল বার বার খেতে হবে ও ঢিলাঢালা জামা পরতে হবে।

আরও পড়ুন ‘মা-বাপ’ তুলে পুলিশকে হুমকি সৌমিত্রের, দল অনুমোদন দিল না

বাংলায় বর্ষা ঠিক সময়েই হবে। তবে ডুয়ার্সে এবার স্বাভাবিকের থেকে অনেকটা বেশিই বৃষ্টি হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে স্বাভাবিকের থগেকে ৩০ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদা জেলায় স্বাভাবিকের থেকে ২০ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর জেলায় সেই সম্ভাবনা ১০ শতাংশ। দক্ষিণবঙ্গে কিন্তু স্বাভাবিকের থেকে কম বৃষ্টিই হবে। বিশেষ করে প্রথমদিকে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাকি এলাকায় স্বাভাবিকের থেকে বৃষ্টি প্রথমদিকে কমই হবে। বর্ষের শেষদিকে অবশ্য সেই ঘাটতি পূরণ হবে একসঙ্গে বেশি বৃষ্টি হয়ে।

আরও পড়ুন বড় ধাক্কা DA আন্দোলনকারীদের, পিছিয়ে গেল সুপ্রিম শুনানি

তবে পুজোর সময় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে। বিশেষ করে ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর সময়ে। আর এই সময়েই বাঙালির দুর্গাপুজো। ১৪ অক্টোবর মহালয়া, ২১ অক্টোবর সপ্তমী এবং ২৪ অক্টোবর বিজয়া দশমী। IMD’র এই পূর্বাভাসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাংলার পঞ্জিকা বিশারদরাও। তাঁদের দাবি, এবার একটি বিরল যোগ পড়েছে দুর্গাপুজোর সময়। মা এবার আসছেন ও যাচ্ছেন ঘোড়া বা ঘোটকে। যার ফল ছত্রভঙ্গ। অর্থাৎ প্রবল ঝড়বৃষ্টি। খুব কম এই যোগ দেখা যায়। মা সাধারণত এক বাহণে আসেন ও অপর বাহণে যান। কিন্তু স্মরণাতীতকালে এই বিরল যোগ তৈরি হয়েছে। যার সার মর্ম, বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব এবার প্রবল দুর্যোগের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইভিএম বিভ্রাট নিয়ে কমিশনকে চিঠি দিল তৃণমূল

সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘সবচেয়ে বড় ভুলটা আমি করেছিলাম, তবে বিজেপি এবার আর ক্ষমতায় আসবে না’

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

‘চাকরিখেকো রাম-বাম-শাম দেখেছেন’, পিংলায় প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা

মনোনয়ন বাতিলের পর হাইকোর্টের ধাক্কা  বীরভূমের  বিজেপি প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর