এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্যসভার ৭ আসনে কে কে, গুঞ্জন শুরু তৃণমূলের অন্দরে

কৌশিক দে সরকার: বাংলা(Bengal) থেকে রাজ্যসভার(Rajyasabha) আসন ১৬টি। ৩টি দফায় সেই আসনগুলিতে প্রতিনিধি পাঠায় রাজ্য বিধানসভা। তার জন্য আলাদা করে নির্বাচনও হয়। তবে সেই নির্বাচনে ভোট দিতে পারেন শুধুমাত্র বিধায়কেরা। না লোকসভার সাংসদেরা সেখানে ভোট দিতে পারেন না আমজনতা। বাংলা থেকে দুটি দফায় ৫জন করে ১০জনকে নির্বাচিত করে পাঠানো হয় এবং একটি দফায় ৬জনকে পাঠানো হয়। লোকসভার সাংসদদের স্বাভাবিক মেয়াদকাল ৫ বছরের হলেও রাজ্যসভার সদস্যদের মেয়াদ কিন্তু ৬ বছরের। একই সঙ্গে লোকসভা ৫ বছর বা তার কম সময়ে ভেঙে দেওয়া হলেও রাজ্যসভা কিন্তু কোনওদিনই ভেঙে দেওয়া হয় না। প্রতি ২ বছর অন্তর সেই সভার এক তৃতীয়াংশ সদস্যদের মেয়াদ শেষ হয় এবং তাঁদের জায়গায় ফের নতুন সদস্যরা আসেন বা তাঁদেরই ফের পুনঃনির্বাচন করে পাঠানো হয়। বাংলা থেকে চলতি বছরের অগস্ট মাসে ৬টি রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে। এদিন তৃণমূলের রাজ্যসভার অপর সাংসদ লুইজিনহো ফ্যালেরিও(Luizinho Faleiro) ইস্তফা দেওয়ায় মোট ৭টি আসন ফাঁকা হল। আর তার জেরেই বাংলার শাসক দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে ওই ৭টি পদে দল কাকে কাকে টিকিট দিতে চলেছে।

আরও পড়ুন তৃণমূলের সাংসদ পদ থেকে আচমকাই ইস্তফা লুইজিনহো ফ্যালেরিওর

রাজ্যসভা থেকে তৃণমূলের(TMC) সাংসদ লুইজিনহো ফ্যালেরিও এদিন ইস্তফা দিয়ে দেওয়ায় সেখানে দলের সাংসদ সংখ্যা দাঁড়িয়েছে ১২। এদের মধ্যে ৬জনের মেয়াদ আগামী ১৮ অগস্ট শেষ হতে চলেছে। এই ৬জনের মধ্যে ৫জন আবার তৃণমূল সাংসদ। এরা হলেন দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেব। অপর যে সাংসদের পদ খালি হতে চলেছে তিনি হলেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। রাজ্য বিধানসভায় এখন কংগ্রেসের মাত্র ১জন বিধায়ক রয়েছে। বামেদের একজনও নেই। বিজেপির বিধায়ক খাতায়কলমে রয়েছেন ৭৫জন। তাই এই ৬টি আসনে ভোট হলে এটা নিশ্চিত যে ৫টি আসনে তৃণমূলের প্রতিনিধিরা এবং ১টি আসনে বিজেপির প্রতিনিধি রাজ্যসভায় যাওয়ার ছাড়পত্র পাবেন। তবে এর সঙ্গে যদি লুইজিনহো ফ্যালেরিওর আসনেও ভোট হয় তাহলেও পরিস্থিতি খুব একটা বদলাবে না। বরঞ্চ তৃণমূল একসঙ্গে ৬জন প্রতিনিধি পাঠাতে পারবে। তবে লুইজিনহো ফ্যালেরিওর আসনে তৃণমূলের তরফে যাকেই টিকিট দেওয়া হোক না কেন তার মেয়াদ হবে ৩ বছর। ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন ‘মা-বাপ’ তুলে পুলিশকে হুমকি সৌমিত্রের, দল অনুমোদন দিল না

এখন এই ৬টি আসনে দলের টিকিট কে কে পাবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। অনেকরকম হিসাবনিকেষও শুরু হয়ে গিয়েছে। যারা যারা আছেন এখন ৫টি আসনে তাঁরা সবাই আবারও টিকিট পাবেন কিনা তা নিয়ে যেমন প্রশ্ন আছেন তেমনি নতুন কেউ মুখ হিসাবে উঠে আসতে পারেন কিনা তা নিয়েও আলোচনা চলছে। তবে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee) যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও তারপরেও দলের অন্দরে গুঞ্জন থামছে না। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যদি অগস্ট মাসের আগেই লুইজিনহো ফ্যালেরিওর আসনে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দেওয়া হয় তাহলে কোনও নবীন সংখ্যালঘু মহিলা মুখকে দলের সাংসদ হিসাবে তুলে ধরতে পারেন মমতা। আবার এই আসনের জন্য কীর্তি আজাদের নামও ঘুরছে। পাশাপাশি অগস্ট মাসে যে ৫টি আসনে তৃণমূল ফের প্রার্থী পাঠাবার সুযোগ পেতে পারে তার মধ্যে সুখেন্দু শেখর রায়ের জায়গায় নতুন মুখ আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই মুখ হতেই পারেন তৃণমূলেরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। তাঁর নাম ঘিরেও চর্চা চলছে। তবে এইসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতাই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

গাছে জল দিতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার, বাগুইহাটিতে মর্মান্তিক ঘটনা

বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, পুরুলিয়াতে শিলা বৃষ্টি শুরু

সুপ্রিম কোর্টে হল না চাকরিহারাদের মামলার শুনানি, সম্ভাবনা আগামিকাল

গার্ডেনরিচকাণ্ডের জের, বদলি করা হল কলকাতা পুরসভার ৩১ জন ইঞ্জিনিয়ারকে

বোসকে নিয়ে ভোট বাংলায় বিপাকে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর